ঠিক এক সপ্তাহ পরে বাবরি মসজিদ ধ্বংসের দিন। অযোধ্যা রায়ের পরে প্রথম বার। কী অবস্থান নেন সদ্য গত কাল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়া উদ্ধব ঠাকরে, তা দেখতে এখন ওত পেতে আছে বিজেপি।
শপথের ২৪ ঘণ্টাও কাটেনি। কংগ্রেস-সেনা জোটে চিড় ধরাতে নেমে পড়েছে বিজেপি শিবির।
গত কালই বিজেপি সভাপতি অমিত শাহ খোঁচা দিয়ে বলেছেন, ‘‘উদ্ধব ঠাকরে তো অযোধ্যা যাচ্ছিলেন গত সপ্তাহে। সফর চূড়ান্ত ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী হবেন বলে সফর বাতিল করেছেন।’’ কাল রাতেই মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করেন উদ্ধব। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, ‘‘তা হলে কি শিবসেনা এখন ধর্মনিরপেক্ষ হয়ে গেল?’’ প্রশ্নে বেশ চটে যান উদ্ধব। বলেন ‘‘ধর্মনিরপেক্ষ বলতে কী বোঝেন?’’ সামলে নেন পাশে বসা এনসিপি-র ছগন ভুজবল। বলেন, সংবিধানে যা লেখা আছে, সেটিই।