Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Rahul Gandhi

রাহুলকে ‘হেরো’ তকমা বিজেপির

রাহুকে নিশানা করে নড্ডার পাল্টা, “হেরো হিসেবে আপনি ভুয়ো খবর ছড়াতে পারেন।

রাহুল গাঁধী। ফাইল চিত্র।

রাহুল গাঁধী। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২০ ০৫:৪৫
Share: Save:

বিজেপি এ বার রাহুল গাঁধীর দিকে ‘হেরো’ বলে আঙুল তুলতে চাইছে।

কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ গত কাল প্রথম রাহুলের সম্পর্কে ‘লুজার’ বা ‘হেরো’ বলে মন্তব্য করেছিলেন। খোদ বিজেপি সভাপতি জে পি নড্ডা আজ রাহুলকে ‘হেরো’ বলে আখ্যা দিয়েছেন। রাহুল বিজেপির সঙ্গে ফেসবুকের সম্পর্ক নিয়ে গত কাল প্রশ্ন তোলার পরেই তাঁকে রবিশঙ্কর পাল্টা আক্রমণ করেন। পিএম কেয়ারস তহবিলের টাকা নিয়ে প্রধানমন্ত্রীর দফতর তথ্যের অধিকার আইনে প্রশ্ন এড়িয়ে যাচ্ছে বলে রাহুল আজ অভিযোগ তোলেন। তার পরেই তাঁকে ‘হেরো’ ও ‘অপদার্থতার যুবরাজ’ আখ্যা দিয়ে নড্ডা বলেন, “প্রধানমন্ত্রী ও তাঁর উদ্যোগের উপর দেশের আস্থা রয়েছে। পিএম কেয়ারস-এ বিপুল সাহায্যে তা ফের স্পষ্ট।”

প্রথম থেকেই পিএম কেয়ারস তহবিলে অস্বচ্ছতার অভিযোগ তুলেছেন বিরোধীরা। তথ্যের অধিকার আইনে প্রধানমন্ত্রীর দফতর এ বিষয়ে কোনও তথ্য দিতে চায়নি। এর পর তথ্যের অধিকার আইনে কত প্রশ্ন জমা পড়েছিল, তারও হিসেব নেই এবং সেই হিসেব কষা পরিশ্রমের অপচয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর। রাহুল এর পরেই মন্তব্য করেন, প্রধানমন্ত্রী শুধু প্রশ্ন এড়িয়ে যাওয়ার বিষয়েই যত্নশীল। রাহুকে নিশানা করে নড্ডার পাল্টা, “হেরো হিসেবে আপনি ভুয়ো খবর ছড়াতে পারেন। আপনার কেরিয়ারই মিথ্যে খবরে ভর করে দাঁড়িয়ে রয়েছে।” রাহুলকে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরীর কটাক্ষ, কংগ্রেসের ‘এই আছি এই নেতা’-র নেতৃত্বে কংগ্রেস দু’টো লোকসভা নির্বাচন মিলিয়েও একশো আসন জিততে পারেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE