Advertisement
০৫ মে ২০২৪
Manish Sisodia

Manish Sisodia: মহারাণা প্রতাপের নাম নিয়ে রাজপুত ক্ষেপিয়ে তুলেছেন সিসৌদিয়ারা, দাবি বিজেপি নেতার

বিজেপি নেতা কপিল মিশ্রের দাবি, মুঘল সম্রাট অওরঙ্গজেবের মূল্যবোধের সমর্থন করলেও দুর্নীতির পাঁকে পড়ে মহারাণা প্রতাপকে ঢাল করছেন কেজরীরা।

দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া এবং (ডান দিকে) বিজেপি নেতা কপিল মিশ্র।

দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া এবং (ডান দিকে) বিজেপি নেতা কপিল মিশ্র। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ অগস্ট ২০২২ ১৭:৩৪
Share: Save:

নিজেদের সঙ্কটে মহারানা প্রতাপের নাম নিয়ে রাজপুত সম্প্রদায়ের যুবসমাজের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছেন অরবিন্দ কেজরীবাল এবং মণীশ সিসৌদিয়া। দিল্লির মুখ্যমন্ত্রী এবং তাঁর ডেপুটির বিরুদ্ধে তোপ দেগে এমনই দাবি করলেন বিজেপি নেতা কপিল মিশ্র। তাঁর আরও দাবি, মুঘল সম্রাট অওরঙ্গজেবের মূল্যবোধের সমর্থন করলেও দুর্নীতির পাঁকে পড়ে মহারাণা প্রতাপকে ঢাল করছেন কেজরীরা। এতেই কুপিত হয়েছেন রাজপুতরা।

সোমবার টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করে কেজরী এবং সিসৌদিয়াকে বিঁধেছেন কপিল। ঘটনাচক্রে, যিনি এককালে কেজরীর আম আদমি পার্টির সদস্য ছিলেন। হিন্দিতে লেখা ওই টুইটে কপিলের মন্তব্য, ‘সারা জীবন ধরে মণীশ সিসৌদিয়া এবং অরবিন্দ কেজরীবাল অওরঙ্গজেবের পুজো করে গিয়েছেন। ওঁরা তোষণের রাজনীতি করেন। এই প্রথম তাঁরা মহারাণা প্রতাপের নাম নিয়েছেন। কেন? কারণ ওঁরা ধরা পড়ে গিয়েছেন।’

প্রসঙ্গত, দিল্লিতে মদের দোকানের লাইসেন্স বিলিতে দুর্নীতির অভিযোগ উঠেছে কেজরী সরকারের উপমুখ্যমন্ত্রী সিসৌদিয়ার বিরুদ্ধে। শুক্রবার সকাল থেকে ১৪ ঘণ্টা ধরে তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই। ওই মামলায় দিল্লি সরকারের আবগারি নীতির বাস্তবায়নে অনিয়মের অভিযোগও করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি। তাতে সিসৌদিয়া-সহ ১৫ ব্যক্তি এবং সংস্থার বিরুদ্ধে এফআইআর করেছে তারা।

বিজেপির দাবি, এই দুর্নীতির মূল চক্রী খোদ মুখ্যমন্ত্রী কেজরীবাল। অন্য দিকে, এফআইআরে সিবিআইয়ের অভিযোগ ছিল, নিয়মভঙ্গ করে আবগারি নীতির আওতায় একাধিক সংস্থাকে সুবিধা পাইয়ে দিয়েছেন সিসৌদিয়া। যদিও এ সব অভিযোগই ভুয়ো বলেছেন তিনি। উল্টে সোমবার সিসৌদিয়ার পাল্টা দাবি, বিজেপির প্রস্তাব মেনে গেরুয়া শিবিরে যোগ দিলেই তাঁর বিরুদ্ধে সমস্ত মামলা তুলে নেওয়া হবে। টুইটারে তাঁর জবাব, ‘বিজেপিকে আমার জবাব হল— আমি মহারাণা প্রতাপের বংশধর এবং এক জন রাজপুত। মাথা কাটাতে রাজি কিন্তু কখনই দুর্নীতিপরায়ণ এবং ষড়যন্ত্রকারীদের কাছে মাথা নত করব না। আমার বিরুদ্ধে সমস্ত মামলাই ভুয়ো। যা খুশি করে নিন।’’

সিসৌদিয়ার মন্তব্যের পরই মুখ খুলেছেন কপিল। তাঁর দাবি, মহারাণাকে নিয়ে আপ নেতাদের মন্তব্যের পর রাজপুতদের কাছ থেকে ফোন পাচ্ছেন তিনি। কপিলের হুঁশিয়ারি, ‘‘মিস্টার সিসৌদিয়া, আপনার এমন করা উচিত ছিল না। যদি এ ভাবে মহারাণা প্রতাপের নাম নিতে থাকেন তবে রাজপুত সম্প্রদায়ের রোষের মুখে পড়তে হবে।’’

বিজেপির তরফে গেরুয়া শিবিরে যোগদানের প্রস্তাবের অভিযোগ নিয়েও নিজের প্রাক্তন দলের নেতাকে বিঁধেছেন কপিল। তাঁর দাবি, ‘‘আমরা সকলেই জানি, সমস্ত মামলা খারিজ করার জন্য আপনি (সিসৌদিয়া) কত দূর পর্যন্ত যেতে পারেন। আপনার জন্য বিজেপির দরজা পুরোপুরি বন্ধ।’’ কপিলের কটাক্ষ, ‘‘সব চোর ও দুর্নীতিগ্রস্তরাই ধরা পড়লে এ ভাবে কেঁপে ওঠেন, যে ভাবে আজ কেজরীবাল এবং সিসৌদিয়া কাঁপছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE