বাঙালি বনাম ‘বহিরাগত’। এই রাজনৈতিক ও সাংস্কৃতিক ভাষ্যে বাংলায় অতীতে পিছিয়ে পড়েছে বিজেপি। বছর ঘুরলে আরও একটা বিধানসভা নির্বাচন। তার আগে বাংলা নববর্ষ নিয়ে পথে নামার কৌশল নিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এ বার পাল্টা দলকে পথে নামাতে চাইছে বিজেপিও।
ইতিমধ্যে নববর্ষের দিনটিকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার। সম্প্রতি রামনবমীকে কেন্দ্র করে বাংলায় বিজেপি ও হিন্দুত্ববাদী নানা সংগঠন ব্যাপক হাওয়া তুলেছিল। তাতে ফের অভিযোগ উঠেছিল, বাংলার সংস্কৃতির অংশ নয়, এমন বিষয়কে জোর করে বাংলায় আমদানি করতে চাইছে বিজেপি। তার উপরে দিল্লির বাঙালি অধ্যুষিত চিত্তরঞ্জন পার্কের মাছ বাজার নবরাত্রির নামে বন্ধ রাখার অভিযোগ ঘিরে অস্বস্তিতে পড়তে হয়েছে বিজেপিকে। রাজনৈতিক শিবিরের একাংশের ধারণা, এই আবহে বাংলায় সামাজিক ভাবে নিজেদের প্রভাব তৈরি করতেই নববর্ষকে বাড়তি গুরুত্ব দিতে চাইছে বিজেপি।
ইতিমধ্যে জেলায় জেলায় নির্দেশিকা পাঠানো হয়েছে, প্রতিটি মণ্ডল স্তরে এই দিনটিকে সামনে রেখে পথে নামাতে হবে দলীয় কর্মী-সমর্থকদের। ‘বাধ্যতামূলক’ ভাবে প্রভাতফেরি করতে হবে। সন্ধ্যায় বুথে বুথে মঞ্চ বেঁধে সাংস্কৃতিক অনুষ্ঠান, পথ নাটিকা-সহ বাঙালি সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একাধিক কর্মসূচি নিতে হবে। রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পালের কথায়, “এই দিনটি বাঙালির আবেগের সঙ্গে জড়িত। আমরা বাংলায় বসবাসকারী প্রতিটি মানুষকে বাঙালি বলে ভাবি। আমরা যেমন কলকাতার বুকে ‘বিহার দিবস’ পালন করেছি, তেমনই নববর্ষ উদযাপন করব রাজ্য জুড়ে।’’ তবে দিনটিকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে মানতে রাজি নন তাঁরা।
অগ্নিমিত্রার দাবি, “আমাদের কাছে ‘পশ্চিমবঙ্গ দিবস’ ২০ জুন। আমরা ইতিহাসকে বিকৃত করে গুলিয়ে দেওয়ার জন্য সরকারি উদ্যোগকে সমর্থন করছি না। দিনটি বাংলা
নতুন বছরের প্রথম দিন। সেই ভাবেই পালন করব।”
বেশ কয়েক বছর ধরে ‘হিন্দু নববর্ষ’ পালনের কথা শোনা গিয়েছে বিজেপির তরফে। কিন্তু বাংলা নববর্ষ পালনের জন্য দলের তরফে এমন নির্দেশিকা বেনজির বলেই জানাচ্ছে দলের একাংশ। রাজ্য বিজেপির এক নেতার মতে, “আমি যত দিন বিজেপি করছি, নববর্ষ পালন নিয়ে আনুষ্ঠানিক ভাবে দল নির্দেশিকা পাঠিয়েছে বলে মনে পড়ছে না।” যদিও রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্যের যুক্তি, “হিন্দু নববর্ষের সঙ্গে বাংলা নববর্ষের সংঘাত নেই। বাংলা নববর্ষ আকবরের আমল থেকে চলে আসছে। এটার নির্দিষ্ট ইতিহাস আছে। বাংলা নববর্ষ বাঙালির প্রতিষ্ঠা, অস্তিত্বের সঙ্গে জুড়ে গিয়েছে। এখন এই দিনটিকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)