Advertisement
E-Paper

যোগীর রাজ্যে ওবিসি তাসই ভরসা

লোকসভা ভোট আসতেই ফের অন্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) তাস খেলা শুরু করলেন নরেন্দ্র মোদী। বিরোধী জোটের ধাক্কায় গোবলয়ের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশে দলের সভাপতি পদে এক জন ওবিসিকে নিয়ে আসতে চাইছেন তিনি। 

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৮ ০৪:১২

লোকসভা ভোট আসতেই ফের অন্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) তাস খেলা শুরু করলেন নরেন্দ্র মোদী। বিরোধী জোটের ধাক্কায় গোবলয়ের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশে দলের সভাপতি পদে এক জন ওবিসিকে নিয়ে আসতে চাইছেন তিনি।

বিজেপি সূত্রের খবর, মোদীর সেনাপতি অমিত শাহ গত সপ্তাহে উত্তরপ্রদেশের নেতাদের সঙ্গে গোপন বৈঠক করেন। সেখানে রাজ্য সরকারের মন্ত্রী স্বতন্ত্রদেব সিংহকে রাজ্য সভাপতি করার বিষয়ে আলোচনা হয়। উত্তরপ্রদেশে ৫০ শতাংশের উপর ওবিসি। এসপি ও বিএসপি সেই ভোটে ভাগ বসায়। মায়াবতী ও অখিলেশ একজোট হওয়ার পর প্রমাদ গণছে বিজেপি। সেই জন্যই রাজ্য সভাপতি পদ থেকে ব্রাহ্মণ নেতা মহেন্দ্র পাণ্ডেকে সরিয়ে ওবিসি নেতাকে বসানোর কথা হচ্ছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঠাকুর নেতা। কিন্তু গোরক্ষপুরের বাইরে তাঁর বিশেষ প্রভাব নেই। আর সেই গোরক্ষপুরেই বিরোধী জোটের কাছে হার হয়েছে বিজেপির। তাই মহেন্দ্র পাণ্ডেকে রাজ্য সভাপতি করে নতুন অঙ্ক কষছেন মোদী-শাহ।

গত লোকসভা ভোটেও ওবিসি তাস খেলেই বাজি মেরেছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু মোদীর জনপ্রিয়তা কমার সঙ্গে সঙ্গে সেই ভোটব্যাঙ্কেও থাবা বসিয়েছে বিরোধীরা। ওবিসি-দের মধ্যে যাদবদের সমর্থন আছে এসপি-র দিকে। সম্প্রতি মায়া-অখিলেশ জোট বাঁধায় দলিত, সংখ্যালঘু ও ওবিসি ভোটের একাংশও তাঁদের ঝুলিতে। শুধু ওবিসি নয়, মোদী জমানায় ক্ষোভের আঁচ ছড়িয়েছে কৃষকদের মধ্যেও। কংগ্রেস ও অন্য বিরোধী দলগুলি কৃষকদের আন্দোলনে পাশে দাঁড়িয়েছে। রবিবার মির্জাপুরের জনসভায় তাই কংগ্রেসকে বিঁধতে প্রধানমন্ত্রী বলেন, রাহুল গাঁধী কৃষকদের জন্য ‘কুমিরের কান্না’ কাঁদছেন।

Yogi Adityanath Narendra Modi OBC Uttar Pradesh নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথ Amit Shah
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy