শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এবং মুখ্যমন্ত্রী মানিক সাহা। ফাইল চিত্র।
ত্রিপুরায় বিজেপির অন্তর্দ্বন্দ্ব ফের সামনে এল। এ বার মানিক সাহার মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন বিলোনিয়ার বিজেপি বিধায়ক অরুণ ভৌমিক। পাশাপাশি শুক্রবার অরুণ বলেন, ‘‘শিক্ষামন্ত্রী হওয়ার মতো শিক্ষাগত যোগ্যতা রতনলালের নেই।’’
গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গত এক বছরে সুদীপ রায় বর্মন, আশিস সাহা, আশিস দাসের মতো বিজেপি বিধায়কেরা দল ছেড়েছেন। প্রাক্তন মন্ত্রী সুদীপ কংগ্রেসে যোগ দিয়ে উপনির্বাচনে জিতেও এসেছেন। দলে গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে দু’মাস আগে বিপ্লব দেবকে সরিয়ে মানিক সাহাকে মুখ্যমন্ত্রী করেছে বিজেপি শীর্ষনেতৃত্ব। কিন্তু তাতেও পরিস্থিতির তেমন বদল হয়নি বলে অভিযোগ।
২০২৩ সালে ত্রিপুরায় বিধানসভা ভোট হওয়ার কথা। তার আগে দলের অন্দরে ভাঙন আটকানো বিজেপি নেতৃত্বের বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, মোহনপুর কেন্দ্রের পাঁচ বারের কংগ্রেস বিধায়ক রতনলাল ২০১৮-র বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। পূর্বতন বাম জমানায় তিনি রাজ্যের বিরোধী দলনেতার পদেও ছিলেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy