‘অপারেশন সিঁদুর’কে ‘অপারেশন ব্লু স্টার’ বলে বিজেপির তোপের মুখে কংগ্রেস নেত্রী অলকা লাম্বা। রবিবার একটি সাংবাদিক বৈঠক করে পহেলগাঁও কাণ্ডের প্রেক্ষিতে বিজেপি সাংসদ রামচন্দ্র জাংরার মন্তব্যের সমালোচনা করেন তিনি। তার পর দলীয় অবস্থান অনুসারেই ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সংসদের অধিবেশন ডাকার দাবি তোলেন। কিন্তু বক্তব্যের একটি অংশে ‘অপারেশন সিঁদুর’কে ইন্দিরা গান্ধীর আমলে হওয়া ‘অপারেশন ব্লু স্টার’ বলে বসেন তিনি।
অলকা বলেন, “অপারেশন ব্লু স্টার নিয়ে সরকারের উচিত সংসদের অধিবেশন ডাকা। সংসদের দুই কক্ষকেই সামরিক অভিযানের বিষয়ে জানানো উচিত।” কংগ্রেস নেত্রীর বক্তব্যের এই অংশ ঝড়ের গতিতে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। শুরু হয় হাসি-মশকরাও। পরে সমাজমাধ্যমে একটি পোস্ট করে ভুল স্বীকার করেন অলকা। জানান, মুখ ফস্কেই এমন বলে ফেলেছেন তিনি। তবে তার আগেই তাঁকে নিশানা করে বিজেপি।
বিজেপি মুখপাত্র শাহজ়াদ পুনাওয়ালা বলেন, “এটা মুখ ফস্কে বলা কথা নয়, আসলে এটাই ওঁর মানসিকতা।” ভুল স্বীকার করে বিজেপিকে পাল্টা তোপ দাগেন অলকাও। তাঁর সব কথা মন দিয়ে শোনা এবং লিখে রাখার জন্য কেন্দ্রের শাসকদলকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, মূল বিষয় থেকে নজর ঘোরাতেই বিজেপি তাঁর ওই মন্তব্যকে হাতিয়ার করতে চাইছে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, বিচ্ছিন্নতাবাদী খলিস্তান আন্দোলনের নেতা জার্নেল সিংহ ভিন্দ্রানওয়ালে ও তার সঙ্গীদের স্বর্ণমন্দির থেকে উৎখাত করতে ১৯৮৪ সালের ৩ থেকে ৮ জুন সেখানে অভিযান চালায় ভারতীয় সেনা। ‘অপারেশন ব্লু স্টার’-এ প্রাণহানি হয় প্রচুর। অনেকের মতে, এই ঘটনা পঞ্জাবে বিচ্ছিন্নতাবাদের স্রোত আরও বাড়িয়ে দেয়। ১৯৮৪ সালেই নিজের শিখ দেহরক্ষীদের হাতে নিহত হন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা। সেই ঘটনাকে স্বর্ণমন্দির অভিযানের ফল বলেই মনে করেন অনেকে।