Advertisement
E-Paper

বেলা বাড়তেই বিজেপি শিবিরে নামল বিষাদ

টানটান উত্তেজনায় কেটেছে শনিবারের রাত। পটনার অনেক রাজনৈতিক মহারথীই ঠিকঠাক ঘুমোতে পারেননি রাতে। সকালে ইভিএম খোলার পরও বেশ কিছুক্ষণ বহাল ছিল সেই টানটান লড়াইয়ের ছবি।

উজ্জ্বল চক্রবর্তী

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৫ ১০:৪২
বিহারে হারের ধাক্কায় শুনসান দিল্লির বিজেপি দফতরও। —নিজস্ব চিত্র।

বিহারে হারের ধাক্কায় শুনসান দিল্লির বিজেপি দফতরও। —নিজস্ব চিত্র।

টানটান উত্তেজনায় কেটেছে শনিবারের রাত। পটনার অনেক রাজনৈতিক মহারথীই ঠিকঠাক ঘুমোতে পারেননি রাতে। সকালে ইভিএম খোলার পরও বেশ কিছুক্ষণ বহাল ছিল সেই টানটান লড়াইয়ের ছবি। এনডিএ আর মহাজোটের লড়াই যতক্ষণ জমজমাট ছিল, ততক্ষণ তুমুল উল্লাস দেখা গিয়েছ বিহার বিজেপি’র সদর দফতরে। কিন্তু, সকাল ১০টার পর থেকে উল্লাসের গাঙে ভাটা। ক্রমেই এগোতে শুরু করল মহাজোট। উৎসব থামিয়ে কিছুক্ষণ উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে তাকা টিভি চ্যানেলগুলির দিকে। আর একটু বেলা বাড়তেই চরম হতাশা নিয়ে দফতর ছাড়তে শুরু করলেন বিজেপি কর্মী-সমর্থকরা।

গণনার শুরুর দিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ বেশ খানিকটা এগিয়ে ছিল মহাজোটের চেয়ে। ফলে গণনা শুরুর এক ঘণ্টা কাটতে না কাটতেই উৎসব শুরু হয়ে যায় বিজেপি’র রাজ্য দফতরের সামনে। কর্মীরা বাজি ফাটিয়ে, লাড্ডু বিলি করে উৎসব শুরু করে দেন। কিন্তু, গণনার গতিপ্রকৃতিতে নাটকীয় পট পরিবর্তন ঘণ্টাখানেকের মধ্যেই। এগোতে শুরু করে মহাজোট। পিছতে পিছতে লড়াই থেকে ছিটকে যায় বিজেপি তথা এনডিএ। উৎসবের আমেজ বদলে যায় একরাশ বিষাদে। এর পর ক্রমেই ফাঁকা হতে শুরু করেছে বিজেপি দফতর। লাড্ডু, আবির, বাজি— বৃথা গিয়েছে উল্লাস প্রকাশের নানা আয়োজন।

BJP Office Crowded JDU-RJD Office Lonely Laloo Residence Nitish Residence Supporters Throng
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy