মোদী সরকারের ১১ বছর পূর্তি উপলক্ষে ১১ মাস গোটা দেশ জুড়ে প্রচারের পরিকল্পনা করেছে বিজেপি। তার অংশ হিসেবে পশ্চিমবঙ্গেও হবে একাধিক কর্মসূচি। আগামী ১১ মাসে রাজ্যে আসতে পারেন মোদী মন্ত্রিসভার প্রায় সব মন্ত্রীই। আসলে কেন্দ্রীয় ভাবেই প্রত্যেক মন্ত্রীকে কোনও না কোনও কর্মসূচির অংশ হিসেবে সব রাজ্যে সফর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ১০ জুন কলকাতার একটি পাঁচতারা হোটেলে এই কর্মসূচির উদ্বোধন করবেন কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব। তার পর একে একে আসবেন বাকি মন্ত্রীরা। কর্মসূচি শুধুমাত্র রাজ্য স্তরেই সীমাবন্ধ থাকছে না। তাকে পৌঁছে দেওয়ার চেষ্টাহবে জেলাস্তরে।
বিজেপি সূত্রের খবর, কলকাতায় কেন্দ্রীয় মন্ত্রীর কর্মসূচিতে উপস্থিত থাকতে পারেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সব ঠিক থাকলে জুন মাসের শেষ সপ্তাহে ফের রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্মসূচি চলাকালীন রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
মোদী আলিপুরদুয়ারের রাজনৈতিক কর্মসূচির আগে একগুচ্ছ সরকারি প্রকল্প উদ্বোধন করেন। আগামী সফরেও একই ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)