Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Karnataka Assembly Election Results 2023

হিমাচলের পর কর্নাটক! অ্যাওয়ে-হোম দুই ম্যাচেই খড়্গের ‘হাত’ পেড়ে ফেলল পদ্ম শিরোমণি নড্ডাকে

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার রাজ্য হিমাচলে নভেম্বরে জিতেছিল কংগ্রেস। মে মাসে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের রাজ্য কর্নাটকেও বিজেপিকে হারিয়ে জয় পেতে চলেছে কংগ্রেস।

BJP president JP Nadda and  Congress president Mallikarjun Kharge

নড্ডাকে আবার হারালেন খড়্গে। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ মে ২০২৩ ১১:২০
Share: Save:

প্রথম জন বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হওয়ার আড়াই বছরের বেশি সময় পেয়েও নিজের রাজ্যের বিধানসভা ভোটে ক্ষমতা ধরে রাখতে ব্যর্থ হয়েছিলেন। দ্বিতীয় জন কংগ্রেসের সভাপতির দায়িত্ব নেওয়ার মাত্র ৭ মাসের মধ্যে নিজের রাজ্যে বিজেপির থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে চলেছেন। প্রথম জন হিমাচল প্রদেশের জগৎ প্রকাশ (জেপি) নড্ডা। দ্বিতীয় জন কর্নাটকের মল্লিকার্জুন খড়্গে।

২০২০ সালের জানুয়ারিতে অমিত শাহের স্থানে বিজেপি সভাপতির দায়িত্ব নিয়েছিলেন হিমাচল প্রদেশের নেতা নড্ডা। তাঁর নেতৃত্বে পশ্চিমবঙ্গ, দিল্লি, তামিলনাড়ু, কেরলের মতো রাজ্যের বিধানসভা হেরেছে বিজেপি। তবে সবচেয়ে বড় ধাক্কা এসেছে নড্ডার নিজের রাজ্য হিমাচল প্রদেশে। গত বছরের ১২ নভেম্বর হিমালয় ঘেরা ওই পাহাড়ি রাজ্যের ভোটে ক্ষমতাসীন বিজেপি পর্যুদস্ত হয়। প্রায় দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতা নিয়ে কংগ্রেস দখল করে হিমাচলের কুর্সি।

ঘটনাচক্রে, গুজরাতের সঙ্গে হওয়া হিমাচলের ওই বিধানসভা নির্বাচন ছিল খড়্গের প্রথম পরীক্ষা। মোদীর রাজ্যে হারলেও হিমাচলের সেই ভোটে জয়ী হয় কংগ্রেস। প্রসঙ্গত, গত অক্টোবরে কংগ্রেসের সভাপতি পদের ভোটে শশী তারুরকে হারিয়ে সনিয়া গান্ধীর উত্তরসূরি নির্বাচিত হয়েছিলেন খড়্গে। পরিসংখ্যান বলছে, তাঁর সভাপতিত্বে এ পর্যন্ত তিনটি বিধানসভা ভোটে লড়ছে কংগ্রেস। গুজরাতে হারলেও জয় এসেছে হিমাচলে। ভোটগণনার প্রবণতা বলছে, কর্নাটকের নয়া বিধানসভাতেও বিজেপিকে পিছনে ফেলে পয়লা নম্বরের দল হতে চলেছে কংগ্রেস।

অর্থাৎ, কন্নড় দলিত নেতার সাফল্যের হার ৬৬.৬৬ শতাংশ! একের পর এক নির্বাচন হেরে চলা শতাব্দী প্রাচীন দলকে খড়্গের এই সাফল্য নতুন ‘অক্সিজেন’ দিতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE