Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মনমোহনের বয়ানই হাতিয়ার

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দেশজুড়ে বিক্ষোভের মুখে মনমোহন সিংহের ১৬ বছর আগের একটি বক্তৃতা প্রকাশ করল বিজেপি।

মনমোহন সিংহের বয়ানই হাতিয়ার বিজেপির। —ফাইল ছবি

মনমোহন সিংহের বয়ানই হাতিয়ার বিজেপির। —ফাইল ছবি

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯ ০৪:১০
Share: Save:

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দেশজুড়ে বিক্ষোভের মুখে মনমোহন সিংহের ১৬ বছর আগের একটি বক্তৃতা প্রকাশ করল বিজেপি। যেখানে মনমোহনকে বলতে শোনা যাচ্ছে, পাকিস্তান, বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার। পরিস্থিতির চাপে তাঁরা যদি এ দেশে আসতে চান, তাঁদের নাগরিকত্ব দিতে উদার মনোভাব নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।

২০০৩ সালে অটলবিহারী বাজপেয়ীর সরকারের উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী তখন হাজির রাজ্যসভায়। মনমোহন বলেছিলেন, ‘‘আশাকরি, নাগরিকত্ব আইন নিয়ে রূপরেখা ঠিক করার সময়ে উপপ্রধানমন্ত্রী এ সব কথা মনে রাখবেন।’’ বিজেপির তথ্যপ্রযুক্তি সেলের নেতা অমিত মালব্য আজ সেই ভিডিয়ো তুলে ধরে বলেন, ‘‘নতুন আইনে সেই কাজই হয়েছে।’’

মনমোহনের বক্তব্যকে নিয়েই ক’দিন আগে কংগ্রেসকে কোণঠাসা করতে চেয়েছিলেন বিজেপির জে পি নড্ডা। কংগ্রেসের কপিল সিব্বল

পাল্টা বলেন, ‘‘আডবাণী তখন বলেছিলেন, ধর্মের কারণে অত্যাচারিত হয়ে যাঁরা পালিয়ে এসেছেন, তাঁরা শরণার্থী। কিন্তু যাঁরা অর্থনৈতিক কারণে এসেছেন, তাঁদের অনুপ্রবেশকারীই বলা হবে।’’ সিব্বলের প্রশ্ন, কে ধর্মীয় অত্যাচারে আর কে অর্থনৈতিক কারণে এলেন, সরকার তা কী ভাবে বুঝবে?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE