Advertisement
E-Paper

পারস্য থেকে আসা শাহ পদবি কেন বদলাবেন না অমিত? প্রশ্ন ইতিহাসবিদের

‘আগরা’ শব্দটার কোনও অর্থ নেই তাঁর কাছে। বিজেপি বিধায়ক জগনপ্রসাদ গর্গ তাই চান, তাজমহলের শহরের নাম পাল্টে রাখা হোক ‘অগ্রবন’ কিংবা ‘অগ্রওয়াল’!

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৮ ০২:৫৬
অমিত শাহের নাম নিয়েও শুরু হয়েছে বিতর্ক। —ফাইল চিত্র।

অমিত শাহের নাম নিয়েও শুরু হয়েছে বিতর্ক। —ফাইল চিত্র।

‘আগরা’ শব্দটার কোনও অর্থ নেই তাঁর কাছে। বিজেপি বিধায়ক জগনপ্রসাদ গর্গ তাই চান, তাজমহলের শহরের নাম পাল্টে রাখা হোক ‘অগ্রবন’ কিংবা ‘অগ্রওয়াল’!

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নাম বদলের ঢেউ তুলেছেন উত্তরপ্রদেশ জুড়ে। ইলাদাবাদ হয়েছে ‘প্রয়াগরাজ’, ফৈজাবাদ ‘অযোধ্যা’। আগরা উত্তর কেন্দ্রের বিধায়ক জগনপ্রসাদ আজ সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘‘আগরা কথাটার কোনও মানে নেই। যেখানে ইচ্ছে খুঁজে দেখুন, কী তাৎপর্য আছে আগরা নামটার? আগে এখানে অনেক জঙ্গল ছিল। আগরওয়াল সম্প্রদায়ের লোকেরা থাকতেন এখানে। তাই নামটা হওয়া উচিত ‘অগ্রবন’ বা ‘অগ্রওয়াল’।’’ বিশেষজ্ঞদের কারও কারও মতে, অগ্রবনের উল্লেখ মহাভারতেও রয়েছে।

ইতিহাসবিদ ইরফান হাবিবকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘বিজেপির সবার আগে অমিত শাহের নাম পাল্টানোর কথা ভাবা উচিত। ওঁর পদবি ‘শাহ’-এর উৎস পারস্যে। এটা গুজরাতি নয়। এমনকি গুজরাত নামটাও এসেছে ‘গুর্জরত্র’ থেকে। এর শিকড়ও পারস্যে। এটাও পাল্টাক।’’ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ৮৭ বছরের এমেরিটাস অধ্যাপকের কথায়, ‘‘এটা সঙ্ঘের হিন্দুত্ব নীতি। ঠিক যে ভাবে পাকিস্তানে যা কিছু অ-মুসলিম, তাকে মুছে ফেলা হয়।’’

আরও পড়ুন: রাজস্থানে কঠিন ঠাঁই, তাই কি প্রচারে দায়সারা মোদী?

উত্তরপ্রদেশেরই মেরঠের সরধনার বিধায়ক সঙ্গীত সোমের আবার দাবি, মুজফ্‌ফরনগরের নাম পাল্টে ‘লক্ষ্মীনগর’ হোক। সঙ্গীতের কথায়, ‘‘মুসলিম শাসকেরা হিন্দুত্বকে শেষ করবেন বলে ভারতের সংস্কৃতি পাল্টে দিতে চেয়েছিলেন। বিজেপি সেই সংস্কৃতি ফিরিয়ে আনতে চাইছে। তাই শহরগুলির পুরনো নাম ফিরিয়ে দেওয়া হচ্ছে। আরও অনেক শহরের নাম পাল্টানো বাকি।’’

অগস্টে আগরা, বরেলী এবং কানপুর বিমানবন্দরের নাম পাল্টানোর জন্য দিল্লিকে প্রস্তাব দিয়েছে যোগী সরকার। মোগলসরাই স্টেশনের পরে কানপুর বিমানবন্দরের নামও দীনদয়াল উপাধ্যায়ের নামে করতে চায় তারা। লোকতান্ত্রিক জনতা দলের নেতা শরদ যাদব বলেন, ‘‘প্রত্যেক শহরের আলাদা ইতিহাস রয়েছে। বিজেপি যা করছে, তার সঙ্গে উন্নয়নের কোনও সম্পর্ক নেই।’’

Amit Shah BJP Agra অমিত শাহ বিজেপি Persian
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy