Advertisement
১৯ এপ্রিল ২০২৪

এসপি-কে রুখতে বিজেপির অস্ত্র শিবপাল

গত কয়েক মাসে একাধিক বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেছেন শিবপাল। সূত্রের খবর, অমিত শাহের সঙ্গেও তাঁর বৈঠক হয়েছে। যদিও সে কথা অস্বীকার করেছেন বিজেপি সভাপতি।

বিজেপির নজরে শিবপাল।

বিজেপির নজরে শিবপাল।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৮ ০৫:০৯
Share: Save:

উত্তরপ্রদেশে সম্ভাব্য বিরোধী জোট ভাঙতে যদুবংশের পুরনো বিবাদকে কাজে লাগাচ্ছেন বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, অখিলেশ সিংহ যাদবের কাকা শিবপালকে দিয়ে সমাজবাদী পার্টি (এসপি)-তে বিভেদ তৈরির কৌশল নিয়েছেন অমিত শাহেরা।

গত কয়েক মাসে একাধিক বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেছেন শিবপাল। সূত্রের খবর, অমিত শাহের সঙ্গেও তাঁর বৈঠক হয়েছে। যদিও সে কথা অস্বীকার করেছেন বিজেপি সভাপতি।

উত্তরপ্রদেশের সাম্প্রতিক উপনির্বাচনগুলি দেখিয়েছে— এসপি, বিএসপি, কংগ্রেস এবং অজিত সিংহের দল আরএলডি একজোট হলে বিজেপিকে রোখা সম্ভব। বিরোধী সূত্রের বক্তব্য, জোট রুখতে মরিয়া বিজেপি এক দিকে যেমন বিএসপি নেত্রী মায়াবতীকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভয় দেখাচ্ছে, তেমনই সমাজবাদী পার্টির ঘর ভাঙানোর
ছকও কষছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shibpal Yadav BJP Samajwadi Party
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE