প্রাণনাশের হুমকি পেলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি জয় পাণ্ডা। এই ঘটনার পরই দিল্লি পুলিশে অভিযোগ দায়ের করেছেন তিনি।
দলীয় সূত্রে খবর, জয়ের সহকারীর কাছে একটি ফোন কল আসে। ফোনটি ধরতেই ও পাশ থেকে হুমকি দিয়ে বলা হয়, ওড়িশার মন্ত্রী নব দাসের যে অবস্থা হয়েছিল, জয় পাণ্ডারও সেই অবস্থা করা হবে। তড়িঘড়ি বিষয়টি পুলিশ জানানো হয়েছে। কোথা থেকে এই হুমকি ফোন এসেছিল তা চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। বিজেপি নেতার ঘনিষ্ঠমহল জানাচ্ছে, বিষয়টি খুব গুরুত্ব সহকারেই দেখা হচ্ছে। তবে কে এই হুমকি দিল তা জানা যায়নি।
এই ঘটনার প্রেক্ষিতে বিজেপির তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এটি সত্যিই কোনও হুমকি, না কি কেউ মজা করেছেন, তা জানার চেষ্টা চলছে। তবে এই ধরনের বার্তাকে হালকা ভাবে নেওয়া হচ্ছে না। দিল্লি পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, নব দাস ছিলেন ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী। এ বছরের জানুয়ারিতে ব্রজরাজনগরে তাঁকে খুন করার অভিযোগ ওঠে অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর (এএসআই) গোপাল দাসের বিরুদ্ধে। গাড়ি থেকে বেরোতেই মন্ত্রীকে লক্ষ্য করে গুলি চালান ওই এএসআই। মৃত্যু হয়েছিল ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীর।