প্রাথমিক তদন্তে উঠে এসেছে গগনদীপ সিংহ নামে পঞ্জাব পুলিশের এক বরখাস্ত কনস্টেবলের জড়িত থাকার তথ্য। কিন্তু লুধিয়ানার আদালতের বিস্ফোরণের ধরন দেখে খলিস্তানপন্থী জঙ্গিগোষ্ঠীগুলির জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না পঞ্জাবের কিছু গোয়েন্দা আধিকারিক। তাঁদের মতে, আসন্ন বিধানসভা ভোটের আগে পঞ্জাবকে অশান্ত করে তোলার জন্য পরিকল্পনা মাফিক বিদেশে ঘাঁটি গেড়ে থাকা খলিস্তানি নেতাদের কাজে লাগাচ্ছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই।
এমনকি, বৃহস্পতিবার সকালে লুধিয়ানা আদালতে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত গগনদীপকে এ ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে বলে তাঁদের মত। প্রসঙ্গত, মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে বরখাস্ত কনস্টেবল গগনদীপ নিজেও ওই বিস্ফোরণে নিহত হন।
একটি গোয়েন্দা সূত্র জানাচ্ছে, জার্মানিতে আত্মগোপনকারী খালিস্তানি জঙ্গি নেতা জসবিন্দর সিংহ মুলতানি লুধিয়ানা আদালতের বিস্ফোরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পঞ্জাবের হোশিয়ারপুর জেলার মনসুরপুর গ্রামের বাসিন্দা মুলতানির সঙ্গে আইএসআই এবং পাক চোরাচালান চক্রের যোগাযোগ রয়েছে। সেই ‘নেটওয়ার্ক’ ব্যবহার করেই ভারতে অস্ত্র ও বিস্ফোরক সরবরাহ করা হয়েছিল বলে ওই সূত্রের দাবি।
পঞ্জাব পুলিশের ডিজি সিদ্ধার্থ চট্টোপাধ্যায়ও শনিবার লুধিয়ানা বিস্ফোরণের নেপথ্যে খলিস্তানি জঙ্গিগোষ্ঠী বব্বর খালসা এবং চোরাচালান চক্রের ভূমিকার কথা জানিয়েছেন।