Advertisement
০৩ মে ২০২৪
Boat Capsized

নদীপথে লঙ্কা তুলতে যাচ্ছিলেন, নৌকা ডুবে মৃত এক মহিলা, উদ্ধার এক, পাঁচ জনের খোঁজ চলছে

যদিও এখন পর্যন্ত পাঁচ জনের খোঁজ মেলেনি। নদীতে ডুবুরি নামানো হয়েছে উদ্ধারের জন্য। নৌকাডুবির পর বেশ কয়েক ঘণ্টা কেটে গিয়েছে।

representational image of drowning

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪ ১৬:৫৪
Share: Save:

মহারাষ্ট্রের গড়ছিরৌলিতে উল্টে গেল নৌকা। নদীতে ডুবে প্রাণ হারালেন এক মহিলা। এক জনকে উদ্ধার করা হয়েছে। পাঁচ জনের খোঁজ চলছে। নৌকা যিনি চালাচ্ছিলেন, তিনি আগেই সাঁতরে পারে উঠে এসেছেন।

চামোর্ষি পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে বনগঙ্গা নদীতে নৌকায় চেপে বেরিয়েছিলেন সাত মহিলা। চন্দ্রপুর জেলা থেকে চামোর্ষির গনপুর ঘাটের দিকে লঙ্কা তুলতে যাচ্ছিলেন তাঁরা। সকাল ১১টা নাগাদ ডুবে যায় নৌকা। চালক তড়িঘড়ি সাঁতরে পারে চলে আসেন। মহিলাদের উদ্ধারের জন্য নদীতে ঝাঁপ দেন স্থানীয়েরা।

যদিও এখন পর্যন্ত পাঁচ জনের খোঁজ মেলেনি। নদীতে ডুবুরি নামানো হয়েছে উদ্ধারের জন্য। নৌকাডুবির পর বেশ কয়েক ঘণ্টা কেটে গিয়েছে। মনে করা হচ্ছে, আর কেউই বেঁচে নেই। খোঁজ জারি রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Boat Capsized Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE