উত্তরপ্রদেশের নয়ডায় এক মহিলার নগ্ন দেহ উদ্ধারের ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছে। বৃহস্পতিবার সকালে নয়ডার অভিজাত এলাকা থেকে মহিলার দেহ উদ্ধার হয়। রাস্তার পাশে বড় একটি নালায় ওই দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। তার পরই তাঁরা পুলিশে খবর দেন।
পুলিশ সূত্রে খবর, মহিলার মাথা কাটা, দু’টি কব্জিও কেটে নেওয়া হয়েছে। সেক্টর ১০৮-এর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, অন্য কোথাও খুন করে এখানে ফেলে দেওয়া হয়েছে দেহ। আশপাশের এলাকায় খোঁজ নেওয়া শুরু করেছে পুলিশ। কোথাও কোনও নিখোঁজ ডায়েরি হয়েছে কি না, সেটাও খতিয়ে দেখছে তারা।
একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, যেখান থেকে দেহটি উদ্ধার হয়েছে, সেখানে লোকজনের যাতায়াত কম। আততায়ীরা সেই সুযোগ নিয়েই দেহ ফেলে গিয়েছে বলে মনে করা হচ্ছে। ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়েছে। মহিলার পরিচয় জানারও চেষ্টা চালানো হচ্ছে। এই ঘটনার পর অভিজাত ওই এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে স্থানীয়েরা। পুলিশ জানিয়েছে, দ্রুত অভিযুক্তদের খুঁজে বার করা হবে। মহিলাকেও শনাক্ত করার কাজ শুরু হয়েছে।