মহারাষ্ট্র সরকারের মন্ত্রালয় বোমায় ওড়ানোর হুমকি দেওয়া হল, সেই হুমকিবার্তা পেতেই তৎপর হয় পুলিশ। পুরো মন্ত্রালয় ঘিরে ফেলে তন্নতন্ন করে তল্লাশি চালানো হয়। যদিও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলেই পুলিশ সূত্রে খবর।
পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় মন্ত্রালয়ে হুমকি ইমেল আসে। জানানো হয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে মন্ত্রালয়। সেই ইমেলবার্তা সম্পর্কে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দফতরকে খবর দেওয়া হয়। ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক অস্থিরতার আবহে এমন উড়ো হুমকিবার্তা ঘিরে শোরগোল পড়ে যায়।
সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে মুম্বই এবং তার আশপাশের জায়গাগুলিতে নিরাপত্তা আঁটসাঁট করা হয়। পাশাপাশি, নজরদারিও বৃদ্ধি করে পুলিশ প্রশাসন। মহারাষ্ট্রের সন্ত্রাসদমন শাখাও তদন্ত শুরু করে। মেরিন ড্রাইভ থানায় একটি মামলা দায়ের হয়েছে। কোথা থেকে এই ইমেল পাঠানো হয়েছে, সেটির আইপি অ্যাড্রেস চিহ্নিত করার চেষ্টা চলছে। তবে পুলিশ জানিয়েছে, হুমকিবার্তা এলেও মন্ত্রালয়ে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।