লখনউয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল। শুধু তা-ই নয়, ছবি এবং ভিডিয়ো তুলে তাকে ব্ল্যাকমেল করা হয়। বেশ কিছু দিন ধরে এই ঘটনা চলার পর কিশোরীকে বিক্রিও করে দেওয়া হয়। এই অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।
কিশোরী ষষ্ঠ শ্রেণির পড়ুয়া। বাবা অসুস্থ। চোখে ঠিকমতো দেখতে পান না তার মা। পরিবারে বাবা-মা এবং এক ভাই আছে। পরিবার সূত্রে খবর, গত বছরের জুনে কিশোরীর বন্ধুর দিদি এক দিন তাঁদের বাড়িতে আসেন। নিজেকে অন্তঃসত্ত্বা বলে দাবি করেন। তার পর তিনি জানান, তাঁকে এবং তাঁর সদ্যোজাতের দেখাশোনার জন্য লোক লাগবে। মাসে তিন হাজার টাকা বেতন দেবেন।
তার পরই ওই কিশোরী তার বন্ধুর দিদির বাড়িতে যায়। সেখানে থাকাও শুরু করে। অভিযোগ, কিছু দিন পর থেকেই ওই কিশোরীর উপর শারীরিক নির্যাতন শুরু হয়। আরও অভিযোগ, ওই বাড়িতে এক ব্যক্তির নিয়মিত যাতায়াত ছিল। বন্ধুর জামাইবাবু এবং ওই ব্যক্তি কিশোরীকে ধর্ষণ করতেন বলে অভিযোগ। শুধু তা-ই নয়, সেই ঘটনার ভিডিয়ো এবং ছবি তুলে কিশোরীকে ব্ল্যাকমেল করা শুরু করা হয়। তার পর কিশোরীকে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেওয়া হয় বলেও অভিযোগ। এই ঘটনায় কিশোরীর বন্ধুর দিদি এবং তাঁর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। অজ্ঞাতপরিচয় ব্যক্তির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।