পাঁচ টাকার মুখরোচকের প্যাকেটের জন্য এক স্কুলপড়ুয়াকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল অপর এক ছাত্রের বিরুদ্ধে। কর্নাটকের হুব্বল্লিতে সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে। বাড়ির কাছেই অষ্টম শ্রেণির এক পড়ুয়াকে কুপিয়ে খুন করে ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়া। ঘটনায় অভিযুক্ত নাবালককে ইতিমধ্যে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, পাঁচ টাকার একটি মুখরোচকের প্যাকেট এবং আরও কিছু ছোটখাটো বিষয় নিয়ে দুই নাবালকের মধ্যে বচসা চলছিল। দু’জনের ঝগড়া ক্রমে বৃদ্ধি পেতে থাকে এবং একটি পর্যায়ে ১৪ বছর বয়সি কিশোরের উপর ছুরি নিয়ে চড়াও হয় ১২ বছর বয়সি কিশোর এবং কোপাতে শুরু করে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় ওই কিশোরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে সেখানেই মৃত্যু হয় তার।
আরও পড়ুন:
সোমবারের ওই ঘটনাকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে ব্যাখ্যা করেছেন হুব্বল্লি-ধারওয়াড়ের পুলিশ কমিশনার শশী কুমার। ঘটনায় অভিযুক্ত যে মাত্র ১২ বছর বয়সি এক কিশোর, সেটি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন পুলিশ কমিশনার। এই বয়সে কী ভাবে ওই কিশোর কাউকে খুন করার কথা ভাবতে পারে, তা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন তিনি। পুলিশ কমিশনার বলেন, “ষষ্ঠ শ্রেণির কোনও ছাত্রের মধ্যে যদি কাউকে ছুরি দিয়ে কোপানোর মানসিকতা তৈরি হয়, তবে তা দুর্ভাগ্যজনক। টেলিভিশন বা মোবাইলে হিংসার দৃশ্য দেখা কিংবা পরিবার এবং সামাজিক প্রভাবের ফলে এই মানসিকতা তৈরি হতে পারে। এই ধরনের ঘটনা থেকে সকলেরই সচেতন হওয়া প্রয়োজন।”