‘মেরা বুথ, সবসে মজবুত।’
উনিশের ভোটের দিকে লক্ষ্য রেখে, তৃণমূল স্তরে দলীয় কর্মীদের চাঙ্গা করতে এই স্লোগান দিলেন নরেন্দ্র মোদী। আজ ‘নমো অ্যাপ’এর মাধ্যমে রাজস্থান, উত্তরপ্রদেশ-সহ পাঁচটি লোকসভা কেন্দ্রের বিজেপি কর্মীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেন তিনি।
পেট্রোল ডিজেলের দাম থেকে কৃষক আত্মহত্যা, রাফাল কেলেঙ্কারি থেকে বেকারি— উনিশের আগে একের পর এক বিতর্ক সামলাতে হচ্ছে বিজেপি শীর্ষ নেতৃত্বকে। রাজনৈতিক শিবিরের একাংশের দাবি, সাম্প্রতিক বিজেপি-র কর্মসমিতির বৈঠকে আশঙ্কার আভাস মিলেছে। তাই এত আগে থেকে স্বয়ং মোদীকে আসরে নামতে হল বুথ স্তরকে চাঙ্গা করতে। মোদী আজ বলেছেন, ‘‘মেরা বুথ সবসে মজবুত। এটাই এখন একমাত্র মন্ত্র এবং আমাদের সাফল্যের কারণ।’’ সংশ্লিষ্ট নির্বাচনীক্ষেত্রের ভোটারদের সঙ্গে নিয়মিত কথাবার্তা চালানোর নির্দেশ দিয়েছেন মোদী। সঙ্গে জানিয়েছেন, প্রত্যেকটি বুথে যেন ২০টি নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়।
কর্মসমিতির বৈঠকের পর অমিত শাহ বলেছিলেন, উনিশের ভোট জিতলে আগামী ৫০ বছর বিজেপি-কে হারানোর কেউ নেই। আর মোদী আজ বলেছেন, ‘‘২০১৪ সালের থেকেও জোরে হাওয়া বইছে বিজেপি-র দিকে। বিরোধী দল সেই ঝড়ে উড়ে যাওয়ার ভয়ে পরস্পরের হাত ধরে রেখেছে।’’