Advertisement
১৪ ডিসেম্বর ২০২৪
National News

তিন বছরের শিশুর মুখে চকলেট বোমা ঢুকিয়ে আগুন! ছিন্নভিন্ন শরীরে ৫০ সেলাই

বাজি ফাটার অভিঘাতে শিশুটির মুখ কার্যত ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। মুখে দিতে হয়েছে ৫০টি সেলাই।

গ্রাফিক: শৌভিক দেবনাখ

গ্রাফিক: শৌভিক দেবনাখ

সংবাদ সংস্থা
মেরঠ শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৮ ১৩:৩২
Share: Save:

চকলেট বোমায় আগুন দিতে গিয়ে হাতে ফেটে যাওয়া, তুবড়ি ফেটে পুড়ে যাওয়া, রকেট উড়ে গিয়ে বাড়িতে পড়ে আগুন লাগা, কিংবা রংমশাল ফেটে হাত পুড়ে যাওয়ার মতো ঘটনা দেওয়ালির সময় আকছার ঘটে। এমনকি, প্রাণহানির ঘটনাও শিরোনামে উঠে আসে। সেসব নিতান্তই দুর্ঘটনা। কিন্তু উত্তরপ্রদেশের মেরঠে যা ঘটল, তা মর্মান্তিক এবং ভয়ঙ্কর বললেও কম বলা হয়। তিন বছরের শিশুর মুখে বাজি ঢুকিয়ে আগুন দিয়ে দিল এক কিশোর। মুখের মধ্যেই ফেটে গিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই শিশু।

বুধবার ছিল দেওয়ালি। কিন্তু মেরঠের শহর-গ্রামে-গঞ্জে মঙ্গলবার থেকেই উৎসবের আমেজ শুরু হয়ে গিয়েছিল। মাঝেমধ্যে বাজি পোড়ানোও চলছিল। মঙ্গলবার বিকেলে বাড়ির পাশেই অন্য খুদে বন্ধুদের সঙ্গে মনের আনন্দে খেলছিল শিশুটি। সেখানে তখন এলাকারই কিশোর হরপাল কয়েকটি বাজি নিয়ে আসে। ওই শিশুর মুখে একটি চকলেট বোমা ঢুকিয়ে সলতেয় আগুন ধরিয়ে দেয়। শিশুটির মুখের মধ্যেই ফেটে যায় চকলেট বোমাটি। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় ওই কিশোর।

পাড়া প্রতিবেশী ও বাড়ির লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। বাজি ফাটার অভিঘাতে শিশুটির মুখ কার্যত ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। মুখে দিতে হয়েছে ৫০টি সেলাই। শ্বাসনালী-সহ অন্যান্য জায়গাতেও সংক্রমণ ছড়িয়েছে। ওই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, শিশুর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।

আরও পড়ুন: ‘একটা বাইক না দেওয়ায় মেয়েটাকে মেরে ফেলল ওরা!’

আহত শিশুর বাবা শশী কুমার পুলিশে অভিযোগ দায়ের করেছেন। তিনি জানিয়েছেন, মেয়ে যখন অন্য শিশুদের সঙ্গে খেলছিল, তখন হরপালকে ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছেন। হরপালই এই কাণ্ড ঘটিয়েছে।

আরও পড়়ুন: আট বছর পর জেলমুক্ত আসিয়া বিবি, কট্টরপন্থী বিক্ষোভে অচল হওয়ার মুখে পাকিস্তান

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নেহাতই খেলার ছলে ঘটনা ঘটেছে, নাকি কোনও অভিসন্ধিতে পূর্ব পরিকল্পনা মতোই ওই কিশোর মুখে চকলেট বোমা ঢুকিয়ে দিয়েছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

অন্য বিষয়গুলি:

Meerut Diwali Cracker Mouth Child Baby Injured
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy