নৃশংস যৌন নির্যাতনের শিকার হল দ্বাদশশ্রেণির এক ছাত্র। বাধা দিতে গেলে ওই যুবকের মলদ্বারে গরম লোহার রড ঢুকিয়ে দেওয়া হয়। দুষ্কৃতীরা সেই ঘটনার ভিডিয়ো মোবাইলেও তুলে রাখে বলে অভিযোগ। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ওই ঘটনায় পুলিশ পসকো আইনে শনিবার পাঁচজনকে গ্রেফতার করেছে।
ঘটনাটি ঘটেছে গত বৃস্পতিবার।গাজিয়াবাদের মোদীনগরে মাঝ রাস্তায় ওই ছাত্রকে ঘিরে ধরেছিল পাঁচজন যুবক। প্রায় টেনেহিঁচড়ে তারা ওই ছাত্রকে পাশের একটা দোকানে নিয়ে যায়। সেখানে ওই যুবককে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। বাধা দিতে গেলে, ওই যুবকের মলদ্বারে লোহার রড ঢুকিয়ে দেওয়া হয়। অভিযোগ, যন্ত্রণায় কাতরাতে থাকা যুবকের ভিডিয়ো মোবাইলে তুলে রাখে দুষ্কৃতীরা।
পুলিশ সুপার ভি কৃষ্ণ জানিয়েছেন, ওই যুবকের পরিবারে অভিযোগের প্রেক্ষিতে পসকো ( প্রোটেকশন অফ চিল্ড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট) ধারায় মামলা করা হয়েছে।
আরও পড়ুন: মদের টাকায় মধু খাচ্ছেন বিহারবাসী!
আরও পড়ুন: ছেলের নিষ্কৃতিমৃত্যু চাইলেন রাজীব হত্যাকারীর মা
দ্বাদশ শ্রেণির ছাত্র ওই যুবকের বাবার অভিযোগ, বেশ কিছু দিন ধরেই তাঁর ছেলেকে বিরক্ত করতে ওই যুবকরা। ছেলেকে উদ্দেশ্য করে নানা রকম কটূক্তি করা হত বলেও অভিযোগ করেছেন তিনি। ঘটনার দিন বাইক মেরামত করিয়ে বাড়ি ফিরছিলেন ওই যুবক। তখনই তাকে ঘিরে ধরে যুবকরা। সে দিন যৌন নির্যাতন ছাড়াও যুবকের কাছ থেকে ১৬০০ টাকা লুঠ করা হয় বলেও অভিযোগ।