Advertisement
০৫ মে ২০২৪

পঞ্জাবের সীমান্তে গুলি চালালো বিএসএফ, মৃত ২ পাকিস্তানি, জখম ১

ফের উত্তপ্ত পঞ্জাবের ভারত-পাক সীমান্ত। ফাজিলকা এলাকায় শনিবার শেষ রাতে গুলি চালিয়েছে বিএসএফ। মৃত্যু হয়েছে দুই পাকিস্তানি নাগিরকের। গুরুতর জখম আরও এক। পাকিস্তান থেকে ভারতে ড্রাগ চোরাচালান করছিল ওই পাকিস্তানিরা, জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ জুন ২০১৬ ১৮:৩৭
Share: Save:

ফের উত্তপ্ত পঞ্জাবের ভারত-পাক সীমান্ত। ফাজিলকা এলাকায় শনিবার শেষ রাতে গুলি চালিয়েছে বিএসএফ। মৃত্যু হয়েছে দুই পাকিস্তানি নাগিরকের। গুরুতর জখম আরও এক। পাকিস্তান থেকে ভারতে ড্রাগ চোরাচালান করছিল ওই পাকিস্তানিরা, জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।

বিএসএফ জানিয়েছে, শনিবার রাত ২টো নাগাদ ফাজিলকা এলাকার সোহানা সীমান্ত চৌকির কাছে কিছু সন্দেহজনক গতিবিধির আঁচ পান জওয়ানরা। সীমান্ত পেরিয়ে কয়েক জনকে পাকিস্তানের দিক থেকে ভারতে ঢুকতে দেখা যায়। বিএসএফ তাদের থামতে বলে। কিন্তু না থামায় বিএসএফ গুলি চালায়। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। তৃতীয় জন গুরুতর জখম হয়। তবে সেও পালাতে পারেনি।

তিন পাকিস্তানির কাছ থেকে ১৫ প্যাকেট মাদক এবং বেশ কিছু আগ্নেয়াস্ত্র মিলেছে বলে বিএসএফ জানিয়েছে। পাকিস্তান থেকে পঞ্জাবে ড্রাগ চালানের চেষ্টা হচ্ছিল বলেই বিএসএফ-এর দাবি।

আরও পড়ুন:

ভারতের বিমানঘাঁটি থেকে পাকিস্তানে হামলা চালাবে মার্কিন ড্রোন: হাফিজ

মৃতদেহ দু’টি আপাতত বিএসএফ-এর জিম্মাতেই রয়েছে। জখম ব্যক্তির চিকিৎসার পর তাকে জেরা করা হবে। রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন সীমান্তরক্ষী বাহিনীর উচ্চপদস্থ কর্তারা। ফাজিলকায় সীমান্ত বরাবর তল্লাশি চালানো হচ্ছে।

মাদক ব্যবসা এবং মাদকের নেশা পঞ্জাবে এখন খুব বড় সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান থেকেই এই মাদক চোরা পথে পঞ্জাবে ঢোকে বলে দীর্ঘ দিন ধরেই শোনা যাচ্ছিল। এ বার সেই চোরাচালানের ছবি আরও স্পষ্ট হয়ে সামনে এল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE