এয়ার ইন্ডিয়ার বিমানে ফের ধরা পড়ল বিপত্তি! এ বার বিমানের কেবিন থেকে মিলল ‘পোড়া গন্ধ’। তার জেরে চেন্নাইগামী একটি বিমান মাঝআকাশ থেকেই আবার ফিরে আসে মুম্বইয়ে। শুক্রবারের ওই বিপত্তির কথা শনিবার প্রকাশ্যে আসতেই ফের আলোচনা শুরু হয় উড়ান সংস্থাকে নিয়ে।
সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, শুক্রবার (২৭জুন) ঘটনাটি ঘটেছে এয়ার ইন্ডিয়ার এআই ৬৩৯ বিমানে। উড়ান সংস্থার তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, মুম্বই থেকে চেন্নাইগামী ওই বিমানের কেবিনে ‘পোড়া গন্ধ’ পাওয়া যাচ্ছিল। সেই কারণেই সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে বিমানটিকে আবার মুম্বইয়ে ফিরিয়ে আনা হয়। ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে বিস্তারিত কোনও তথ্য উড়ান সংস্থার তরফে প্রকাশ করা হয়নি। তবে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানটিকে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে এবং যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে।
উড়ান সংস্থা আরও জানিয়েছে, বিমানটি ফিরে আসার পরে মুম্বই বিমানবন্দরে সংস্থার কর্মীরা প্রয়োজনীয় পদক্ষেপ করেছেন। অপ্রত্যাশিত এই বিঘ্নের কারণে যাত্রীদের যাতে কোনও সমস্যা না-হয়, তা নিশ্চিত করতে সব ধরনের সাহায্য করা হয়েছে।
আরও পড়ুন:
কিছু দিন আগেই অহমদাবাদ থেকে লন্ডন সংলগ্ন গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার কবলে পড়েছিল। বিমানবন্দর ছাড়ার কয়েক সেকেন্ডের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। ওই বিমানে ছিলেন ২৪২ জন। ২৪১ জনেরই মৃত্যু হয়েছে। যেখানে বিমানটি ভেঙে পড়েছিল, সেখানেও অনেকের মৃত্যু হয়। ওই দুর্ঘটনার পর থেকে এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যাত্রীদের মধ্যেও।
গত বুধবারও মুম্বই থেকে ব্যাঙ্ককগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে বিপত্তি দেখা দিয়েছিল। অভিযোগ, বিমানটি নির্ধারিত সময়ের অন্তত পাঁচ ঘণ্টা পরে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছে। এর ফলে যাত্রীরাও তীব্র ভোগান্তির শিকার হন। পরে উড়ান সংস্থা জানায়, ব্যাঙ্ককগামী বিমানটির বাঁ দিকের ডানার নীচে কিছু খড় আটকে ছিল। সেই কারণে উড়ানে দেরি হয়েছে।