চলন্ত অবস্থাতেই যাত্রীবোঝাই বাসে আগুন ধরে গেল। মুহূর্তে দাউ দাউ করে জ্বলতে শুরু করে বাসটি। যাত্রীদের অনেকেই চলন্ত অবস্থাতেই বাসের জানলা ভেঙে লাফ মারেন। তাতে আহতও হন। বেশ কয়েক জন যাত্রী ভিতরে আটকে পড়েন। তাঁদের উদ্ধার করেন স্থানীয়েরা। জানা গিয়েছে, ১০-১২ জন যাত্রী আগুনে ঝলসে গিয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে ঘটনাটি রাজস্থানে। একটি বেসরকারি বাস জয়সলমের থেকে জোধপুরে যাচ্ছিল। মাঝপথেই থাইয়াট গ্রামের কাছে বাসটিতে চলন্ত অবস্থায় আগুন ধরে যায়। বাসের গতি তখন কমই ছিল। আগুন ধরে যেতেই যাত্রীরা চিৎকার করতে শুরু করেন। অনেকে জানলার কাচ ভেঙে লাফ মারেন। চালক বাস থামিয়ে দেন। বাসে আগুন লেগেছে দেখে স্থানীয়েরা ছুটে আসেন। তাঁরা যাত্রীদের উদ্ধারের চেষ্টা করেন। বেশির ভাগ যাত্রীকেই উদ্ধার করা হয়। তবে বাসের ভিতরে ১০-১২ জন আটকে পড়েছিলেন। তাঁরা আগুনে ঝলসে যান। আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আরও পড়ুন:
পুলিশ এবং দমকল ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। কী ভাবে বাসে আগুন লাগল তা জানা যায়নি।