ফের যাত্রিবোঝাই বাসে আগুন! অন্ধ্রপ্রদেশের কুর্নুলে বাস দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এ বার একই রকমের দুর্ঘটনা ঘটল ঝাড়খণ্ডে। শনিবার সন্ধ্যায় রাঁচীতে ঘটনাটি ঘটেছে। তবে এ যাত্রায় অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন বাসে থাকা ৪০-এরও বেশি যাত্রী।
সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় রাঁচী থেকে চাতরায় যাচ্ছিল বাসটি। কিন্তু রাঁচী-লোহারদাগা হাইওয়ের কাছে আচমকা চলন্ত বাসে আগুন লেগে যায়। মান্দার থানার ওসি মনোজ করমালি পিটিআই-কে বলেন, ‘‘মান্দার বাজারের কাছে কোনও ভাবে বাসটিতে আগুন ধরে যায়। বাসে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন। তবে বাসটি সময় মতো থামানো হয়েছিল বলে যাত্রীদের নিরাপদে বার করে আনা সম্ভব হয়।’’ খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। কিন্তু তত ক্ষণে স্থানীয় দোকানদারেরা আগুন নিভিয়ে ফেলেছেন। জানা গিয়েছে, যাত্রীরাও মোটামুটি অক্ষতই রয়েছেন। যাত্রীদের মালপত্রেরও তেমন ক্ষতি হয়নি।
আরও পড়ুন:
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। বাসে দাহ্য রাসায়নিক থাকায় সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বাসের মালিককে তলব করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। বাসে অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল কি না, সে সবও খতিয়ে দেখা হবে। প্রসঙ্গত, শুক্রবার ভোরে অন্ধ্রপ্রদেশের কুর্নুলে একটি বাসে আগুন ধরে যায়। সেই দুর্ঘটনায় জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ২০ জনের। তার আগে রাজস্থানের জৈসলমেরে বাস দুর্ঘটনাতেও অনেকের প্রাণ গিয়েছে। সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে একই রকম ভাবে বাসে আগুন ধরার ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।