জাতীয় উদ্যানে খরগোশ শিকার করে ধরা পড়লেন গুয়াহাটির তিন ব্যবসায়ী। নামেরির ঘটনা। বনরক্ষীরা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালান। একটি খরগোশের দেহ আর পিস্তল-সহ গুয়াহাটির সুবীর বরুয়া, অরিন্দম মজুমদার, প্রফুল্ল রায় এবং তেজপুরের মণিকে গ্রেফতার করা হয়।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
Twitter এবং
Instagram পেজ)