Advertisement
০৫ মে ২০২৪

পটনা বিমানবন্দরে অপহৃত ব্যবসায়ী-পুত্র

পটনা বিমানবন্দর থেকে পাথর ব্যবসায়ীর দুই ছেলেকে অপহরণের অভিযোগ উঠল। শনিবার রাতের ঘটনা। ৪ কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে বলেও অসমর্থিত সূত্রে খবর মিলেছে। তদন্তে নেমেছে পুলিশ। ব্যবসায়ীর পরিবার এ বিষয়ে কোনও কিছু বলতে অস্বীকার করেছে।

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৬ ০২:৪৭
Share: Save:

পটনা বিমানবন্দর থেকে পাথর ব্যবসায়ীর দুই ছেলেকে অপহরণের অভিযোগ উঠল। শনিবার রাতের ঘটনা। ৪ কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে বলেও অসমর্থিত সূত্রে খবর মিলেছে। তদন্তে নেমেছে পুলিশ। ব্যবসায়ীর পরিবার এ বিষয়ে কোনও কিছু বলতে অস্বীকার করেছে। মুক্তিপণের কথা মানতে চায়নি পুলিশও। পটনার আইজি এন এইচ খান বলেন, ‘‘অভিযোগ পেয়েছি। অভিযান চলছে। এর বেশি এখন কিছু বলা সম্ভব নয়।’’ প্রশ্ন উঠেছে, বিমানবন্দরে নিরাপত্তার কঠোর নজরদারি এড়িয়ে কী ভাবে দু’জনকে অপহরণ করা হল। পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশের গোমতীনগরের একটি দুষ্কৃতীদল ওই কাণ্ড ঘটিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। আগেও পটনায় কয়েকটি অপহরণের ঘটনায় ওই দুষ্কৃতীদলের যোগসাজসের প্রমাণ মিলেছিল। দিল্লি এবং উত্তরপ্রদেশে মার্বেল ও পাথরের ব্যবসা রয়েছে লখনউয়ের বাবুলাল শর্মার। ব্যবসায়িক কথা বলার জন্য তাঁর দুই ছেলে শনিবার পটনায় পৌঁছন। ব্যবসার অজুহাত দিয়ে কারা দুই ব্যবসায়ী-পুত্রকে পটনায় ডেকেছিল তা নিয়ে অন্ধকারে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Airport abduction
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE