অনলাইন গেম এবং বেটিংয়ে আসক্তি ছিল তাঁর। আর সেই আসক্তির কারণেই প্রাণ গেল এক তরুণের। ঘটনাটি তেলঙ্গানার। মৃতের নাম বিক্রম। তিনি সঙ্গারেড্ডি জেলার কান্দুকুরের বাসিন্দা ছিলেন।
প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, গত দু’বছর ধরে অনলাইনে বেটিং করতেন বিক্রম। পরিবার সূত্রে খবর, সম্প্রতি অনলাইন বেটিংয়ে এক লক্ষ টাকা খোয়ান তিনি। বিষয়টি নিয়ে বেশ কিছু দিন ধরে উদ্বেগের মধ্যে কাটাচ্ছিলেন। স্থানীয় সূত্রে খবর, অনলাইন গেম এবং বেটিংয়ে আসক্তির কারণে দিন দিন তাঁর ধারদেনা বাড়ছিল। কখনও বন্ধুদের কাছ থেকে, কখনও আত্মীয়দের কাছ থেকে টাকা ধার নিতেন। ক্রমে ধারের বোঝা বাড়ছিল তাঁর।
পুলিশ সূত্রে খবর, টাকা ফেরানোর জন্য চাপও আসছিল বলে তরুণের ঘনিষ্ঠ সূত্রের দাবি। তাই দিনকয়েক ধরেই অবসাদে ভুগছিলেন বিক্রম। বৃহস্পতিবার গুরুতর অসুস্থ অবস্থায় ঘর থেকে উদ্ধার করা হয়। পরিবারের লোকজন জানতে পারেন, বিক্রম কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় বিক্রমের। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।
দিনকয়েক আগেই হায়দরাবাদে এক ট্যাক্সিচালক ঠিক একই কারণে আত্মঘাতী হয়েছিলেন। একাধিক ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে সেই টাকা অনলাইন বেটিংয়ে ব্যবহার করতেন। তিনিও বিষ খেয়ে আত্মঘাতী হন।