Advertisement
E-Paper

চিনের ভারতীয় দূতাবাসে উন্মোচিত হল রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তি, তৈরি করলেন চিনের স্থপতিই

বক্তৃতায় আসিয়ান গোষ্ঠীর সঙ্গে ভারতের বিভিন্ন বিষয়ে বোঝাপড়ার দিকটি তুলে ধরেন মোদী। একই সঙ্গে এ বছর সফল ভাবে আসিয়ান গোষ্ঠীর সম্মেলন আয়োজন করার জন্য ধন্যবাদ জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিমকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ২০:২৫
চিনের ভারতীয় দূতাবাসে উন্মোচিত করা হল রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি।

চিনের ভারতীয় দূতাবাসে উন্মোচিত করা হল রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি। ছবি: সমাজমাধ্যম।

চিনের বেজিঙে ভারতীয় দূতাবাসে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আবক্ষ মূর্তির উন্মোচন করা হল। মূর্তিটি তৈরি করেছেন চিনের প্রখ্যাত স্থপতি ইউয়ান শিকুন। শনিবার একটি অনুষ্ঠানে মূর্তিটির উন্মোচন করা হয়।

রবীন্দ্রমূর্তির উন্মোচন করে চিনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রদীপ রাওয়াত বলেন, “১০০ বছর আগে রবীন্দ্রনাথের চিন সফর আমাদের দুই সভ্যতার প্রাচীন যোগসূত্রের দিকেই ইঙ্গিত করে।” একই সঙ্গে ভারতের রাষ্ট্রদূত জানান, রবীন্দ্রনাথের বিশ্ব মানবতাবাদের ধারণা এবং দুই চিনা পন্ডিত শু ঝিমো এবং লিয়াং কিচাওয়ের সঙ্গে তাঁর বন্ধুত্ব ভারত এবং চিন, দুই দেশকেই সমৃদ্ধ করেছে। প্রসঙ্গত, ২০০৯ সালে চিনের একটি সমীক্ষায় সে দেশের উন্নতিতে উল্লেখযোগ্য অবদান রাখা সেরা ৫০ জন বিদেশিকে বেছে নেওয়া হয়। সেই তালিকায় জওহরলাল নেহরুর সঙ্গে রয়েছেন রবীন্দ্রনাথও।

চিনের যে স্থপতি রবীন্দ্রনাথের মূর্তিটি তৈরি করেছেন, তিনি এর আগে মহাত্মা গান্ধীর একটি মূর্তি তৈরি করেও প্রশংসা পেয়েছিলেন। ২০০৫ সালে গান্ধীর ওই মূর্তিটি চিনের ছাওইয়াং পার্কে বসানো হয়। প্রতি বছর সেখানেই ভারতীয় দূতাবাসের উদ্যোগে গান্ধীজয়ন্তী পালন করা হয়।

Indian Embassy China Rabindranath Tagore Statue
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy