মালয়েশিয়ার কুয়ালা লামপুরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির গোষ্ঠী আসিয়ান-এর বার্ষিক সম্মেলনে উপস্থিত না-থাকলেও ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের বক্তব্যে ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি। বলেন, “একবিংশ শতাব্দী আমাদের শতাব্দী। এটা ভারত এবং আসিয়ানভুক্ত দেশগুলির।” একই সঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেন, “আমি নিশ্চিত যে, আসিয়ান কমিউনিটি ভিশন ২০৪৫ এবং বিকশিত ভারত ২০৪৭ গোটা মানবতার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে।”
বক্তৃতায় আসিয়ান গোষ্ঠীর সঙ্গে ভারতের বিভিন্ন বিষয়ে বোঝাপড়ার দিকটি তুলে ধরেন মোদী। একই সঙ্গে এ বছর সফল ভাবে আসিয়ান গোষ্ঠীর সম্মেলন আয়োজন করার জন্য ধন্যবাদ জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিমকে। ২০২৬ সালের সম্মেলন আয়োজন করবে ফিলিপিন্স। প্রসঙ্গত, ১৯৯২ সালে আসিয়ান গোষ্ঠীতে যোগ দিয়েছিল ভারত। তার পরে এই গোষ্ঠীতে ভারতের প্রভাব ক্রমশ বেড়েছে। ২০১৮ সালে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে আসিয়ান গোষ্ঠীভুক্ত ১০ দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ করেছিল ভারত।
আসিয়ান সম্মেলনে রবিবার সকালেই মালয়েশিয়ায় পৌঁছোন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুয়ালা লামপুর বিমানবন্দরে বিমান থেকে নামার পর বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম এবং সে দেশের মন্ত্রীরা। স্থানীয় নৃত্য পরিবেশনের মাধ্যমে ট্রাম্পকে স্বাগত জানানো হয়। সকলকে অবাক করে দিয়ে স্থানীয় নৃত্যশিল্পীদের তালে তালে নেচে ওঠেন ৭৯ বছর বয়সি ট্রাম্পও। প্রথম দফায় আমেরিকার প্রেসিডেন্ট থাকার সময় আসিয়ান গোষ্ঠীকে কার্যত এড়িয়ে গেলেও রবিবার থেকে শুরু হওয়া এই সম্মেলনে যোগ দিয়েছেন ট্রাম্প। প্রথমে শোনা গিয়েছিল আসিয়ান সম্মেলনের ফাঁকেই মোদী এবং ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। পরে অবশ্য জানা যায়, মোদী মালয়েশিয়ায় যাচ্ছেন না।