নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় জার্মান ছাত্রকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। এ বার নরওয়ের পর্যটক জেন্নে মেট্টে জাহানসনেরও কি একই পরিণতি হতে চলেছে? তেমন সম্ভাবনাই জোরদার হচ্ছে।
কেরলের কোচিতে বেড়াতে আসা ৭৪ বছরের ওই পর্যটক প্রতিবাদ-মিছিলে যোগ দিয়েছিলেন এবং তার ছবি ফেসবুকে পোস্ট করার পরেই তাঁকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও এফআরআরও প্রাথমিক ভাবে মনে করছে, ওই নাগরিক ভিসার নিয়মকানুন ভঙ্গ করেছেন। ফলে তাঁকেও দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। অন্য দিকে গোটা ঘটনায় হতাশ বহুবার ভারতে বেড়াতে আসা জান্নে মেট্টে জোহানসন নামে ওই পর্যটক।
গত ২৩ ডিসেম্বর সোমবার এর্নাকুলাম থেকে কোচি পর্যন্ত সিএএ-এনআরসির প্রতিবাদে একটি পদযাত্রা হয়েছিল। লেখক, কবি-সাহিত্যিক, বিদ্বজ্জনরা সেই মিছিলে অংশ নিয়েছিলেন। মিছিলে হেঁটেছিলেন জেন্নে মেট্টে জাহানসনও। শান্তিপূর্ণ সেই মছিলের পর ওই দিনই ফেসবুকে এই নিয়ে তিনি একটি পোস্টে লেখেন, ‘‘এর্নাকুলামের গাঁধী সার্কেল থেকে শুরু কোচির ভাস্কো দা গামা স্কোয়ার পর্যন্ত মিছিলে পতাকা-সহ স্লোগান দিয়েছিলাম। প্রতিবাদীরা গান গাইছিলেন। যথেষ্ট সংঘবদ্ধ ছিল সেই লং মার্চ। ... কোনও গন্ডগোল ছিল না। প্রতিবাদীরা শুধু স্লোগান দিচ্ছিলেন তাঁদের কথা জানাতে। পদযাত্রার পুরো সময় পুলিশও ছিল সাহায্যকারীর ভূমিকায়।’’