শূন্য না আট! ছবিটি দেখার পর এমন প্রশ্ন ছুড়ে দেওয়াই যায়। না, এটা কোনও ধাঁধা নয়। এটি একটি রাস্তার ছবি। মনে হতেই পারে, হয়তো এ ছবি কোনও গ্রামীণ এলাকার। না, এই ভাবনা দূরে সরিয়ে রাখাই ভাল।
রাস্তার যে দুরবস্থার ছবি দেখা যাচ্ছে, সেটি গ্রামগঞ্জ বা শহরের কোনও অলিগলি নয়। শুনতে অবাক লাগলেও, এটি জাতীয় সড়ক। বিষয়টি জানার পর চোখকে বিশ্বাস করতে পারছেন না, নিশ্চয়ই!
তা হলে এ বার অনুমান করা যাক জায়গাটি কোথায়? এ দৃশ্য বাংলার নয়। এটি বিহারের ছবি। ২২৭ নম্বর জাতীয় সড়ক। বিহারের মধুবনী জেলায় গেলেই এ দৃশ্য চোখে পড়বে। ছবিটি ড্রোনের সাহায্যে তোলা হয়েছে। ছবি তুলেছেন ‘দৈনিক ভাস্কর’-এর সাংবাদিক প্রবীণ ঠাকুর।