বাস্তবকে অস্বীকার করা যাবে না। পহেলগাঁও হামলার প্রসঙ্গ তুলে জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফেরানোর মামলায় এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, বাস্তব দিকটাও বিবেচনা করে দেখা প্রয়োজন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার এই মামলার শুনানি হয়। তখন আদালত এই মন্তব্য করে। জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফেরানো নিয়ে কেন্দ্রকে নোটিস দিয়ে আট সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানো হোক, অনেক দিন ধরেই সেই দাবি উঠছে। এই অবস্থায় জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কলেজ শিক্ষক জহুর আহমেদ ভাট এবং সমাজকর্মী খুরশিদ আহমেদ মালিক। তাঁদের দাবি, জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা না-দেওয়ার ফলে নাগরিক অধিকারের উপর বিরূপ প্রভাব পড়ছে। গত বছর জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোটের আবহেই সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের হয়েছিল। মামলাকারীদের বক্তব্য ছিল, জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফেরানোর আগেই আইনসভা (বিধানসভা) গঠন করা যুক্তরাষ্ট্রীয় ধারণার পরিপন্থী। জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিক সুপ্রিম কোর্ট।
আবেদনপত্রে তাঁরা জানিয়েছিলেন, বিধানসভা এবং লোকসভা নির্বাচন শান্তিপূর্ণ ভাবেই হয়েছে জম্মু-কাশ্মীরে। ফলে নিরাপত্তা বিঘ্নিত হয়নি বলে দাবি করেন তাঁরা। তাই এই সমস্ত দিক খতিয়ে দেখেই জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া উচিত বলেও জানান মামলাকারীরা। তাঁরা আরও জানিয়েছিলেন, শীর্ষ আদালতের নির্দেশ সত্ত্বেও কেন্দ্র কোনও পদক্ষেপ করেনি। এমনকি এ বিষয়ে কোনও নির্দিষ্ট সময়সীমারও উল্লেখ করেনি তারা।
উল্লেখ্য, ২০১৯ সালের ৫ অগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করা হয়। রাজ্যের তকমা হারায় জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভেঙে দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়— জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। গত বছর জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট হয়েছে। সরকার গঠিত হয়েছে। তার পর থেকে আরও জোরালো হয়েছে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবি। গত বছরে বিধানসভা ভোটের আগে জম্মু ও কাশ্মীরে আঞ্চলিক দলগুলির অন্যতম প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানো হবে। এমনকি, ২০২৪ সালের লোকসভা ভোটের প্রচারে জম্মুতে গিয়েও এ বিষয়ে আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আশ্বস্ত করেছিলেন, বিধানসভা ভোটের পরে রাজ্যের মর্যাদাও ফেরানো হবে। তবে লোকসভা ভোট এবং জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোট মিটে গেলেও এখনও পর্যন্ত পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পায়নি জম্মু ও কাশ্মীর।
প্রসঙ্গত, এ বছরের ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গিহামলা হয়। সেই হামলায় নিহত হয়েছেন ২৬ জন। পহেলগাঁওয়ের ঘটনাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে সামরিক অস্থিরতাও সৃষ্টি হয়েছিল।