তদন্তের কাজ শেষে ফেরার পথে শিপ্রা নদীতে পড়ল পুলিশের গাড়ি। গাড়িতে ছিলেন থানার আধিকারিক-সহ তিন পুলিশ কর্মী। প্রায় ১২ ঘণ্টা তল্লাশি চালিয়েছে নদী থেকে এক পুলিশ আধিকারিকের দেহ উদ্ধার হয়েছে। তবে বাকি দু’জনের দেহ রবিবার দুপুর পর্যন্ত মেলেনি। মধ্যপ্রদেশের উজ্জয়িনীর ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তের কাজে উজ্জয়িনী শহরে গিয়েছিলেন উনহেল থানার আধিকারিক অশোক শর্মা, সাব-ইনস্পেক্টর মদনলাল এবং মহিলা কনস্টেবল আরতি পাল। রাত ৯টা নাগাদ থানার গাড়িতে চেপে কাজ সেরে ৫০ কিলোমিটার দূরে উনহেলে ফিরছিলেন তাঁরা। সে সময় গাড়িটি একটি সেতু থেকে পিছলে নদীতে পড়ে যায়। তার পর থেকে তিন পুলিশ কর্মীর মোবাইল বন্ধ। তাঁদের মোবাইলের শেষ অবস্থান দেখে শনিবার রাতে তল্লাশি শুরু করে পুলিশ।
আরও পড়ুন:
প্রায় ১২ ঘণ্টা তল্লাশির পরে রবিবার সকালে নদী থেকে শর্মার দেহ উদ্ধার হয়। বাকি দু’জনের এখনও খোঁজ মেলেনি। উজ্জয়িনীর পুলিশ সুপার পুষ্পা প্রজাপতি জানিয়েছেন, যে সেতু থেকে গাড়িটি নদীতে পড়ে গিয়েছিল, তাতে রেলিং ছিল না। নদীতে তীব্র স্রোত থাকায় তা ভেসে গিয়েছে। উদ্ধার কাজে নেমেছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।