Advertisement
E-Paper

‘ঘাতক’ উমরের দ্বিতীয় গাড়িও উদ্ধার হরিয়ানার গ্রাম থেকে! ভিতরে কী আছে? গতিবিধিই বা কী? সতর্ক গোয়েন্দারা

লাল রঙের ফোর্ড ইকোস্পোর্ট গাড়িটির খোঁজে সকাল থেকেই দিকে দিকে অভিযান চালিয়েছিল পুলিশ। হরিয়ানার একটি বাড়ির সামনে থেকে গাড়িটিকে উদ্ধার করা হয়েছে। এই গাড়ির মালিক উমর নবি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ২০:৫৮
(বাঁ দিকে) লালকেল্লায় বিস্ফোরণে উড়ে যাওয়া গাড়ির চালক উমর নবি। হরিয়ানা থেকে উদ্ধার তাঁর দ্বিতীয় গাড়ি (ডান দিকে)।

(বাঁ দিকে) লালকেল্লায় বিস্ফোরণে উড়ে যাওয়া গাড়ির চালক উমর নবি। হরিয়ানা থেকে উদ্ধার তাঁর দ্বিতীয় গাড়ি (ডান দিকে)। ছবি: পিটিআই।

দিল্লিতে লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণের তদন্ত নতুন মোড় নিল বুধবার। হরিয়ানার খাণ্ডওয়ালি গ্রাম থেকে উদ্ধার করা হল অন্যতম সন্দেহভাজন উমর নবির দ্বিতীয় গাড়ি। লাল রঙের ফোর্ড ইকোস্পোর্ট গাড়িটির খোঁজে সকাল থেকেই দিকে দিকে অভিযান চালিয়েছিল পুলিশ। হরিয়ানার একটি বাড়ির সামনে থেকে গাড়িটিকে উদ্ধার করা হয়েছে। তার গতিবিধি খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটির ভিতরে বিস্ফোরক পদার্থ থাকতে পারে বলেও সন্দেহ। ফলে আপাতত তা নিয়ে সতর্ক তদন্তকারীরা।

লাল রঙের এই গাড়িটির মালিকের নাম উমর নবি। লালকেল্লার সামনে বিস্ফোরণে উড়ে যাওয়া গাড়িটিতে তিনি ছিলেন বলে মনে করা হচ্ছে। দ্বিতীয় গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ডিএল১০সিকে০৪৫৮। ২০১৭ সালের ২২ নভেম্বর দিল্লির রাজৌরি গার্ডেন এলাকা থেকে এই গাড়ির রেজিস্ট্রেশন বা নথিভুক্তিকরণ করা হয়েছিল। অভিযোগ, রেজিস্ট্রেশনের সময় উত্তর-পূর্ব দিল্লির একটি ভুয়ো ঠিকানা ব্যবহার করেছিলেন উমর। সোমবার ঘটনার রাতেই পুলিশ সেই ঠিকানায় হানা দেয়। কিন্তু তেমন কিছু পাওয়া যায়নি।

তদন্তকারীদের অনুমান, ঘটনার সঙ্গে জড়িতেরা লাল রঙের ইকোস্পোর্ট গাড়িটিকেও নানা কাজে ব্যবহার করতেন। এমনকি, লালকেল্লার সামনে বিস্ফোরণের পরে ওই গাড়ি নিয়ে আসা হয়েছিল হরিয়ানার গ্রামে। কেউ বা কারা গাড়িটি ঘটনার পরেও ব্যবহার করেছেন। সেই কারণেই এই গাড়িতে গুরুত্বপূর্ণ কিছু প্রমাণ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এমনকি, থাকতে পারে বিস্ফোরক পদার্থও।

গাড়ি উদ্ধারের পরেই হরিয়ানার ওই গ্রামের এলাকা খালি করে দেওয়া হয়। বিশেষজ্ঞদের দিয়ে ভাল করে পরীক্ষা করানো হয়েছে গাড়িটিকে। দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে যাবতীয় টোল বুথ রেকর্ড এবং মোবাইলের টাওয়ার ঘেঁটে হরিয়ানায় গাড়িটির খোঁজ পেয়েছেন।

লালকেল্লার সামনের বিস্ফোরণে এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। দিল্লির হাসপাতালে এখনও চিকিৎসাধীন অন্তত ২০ জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটান সফর থেকে ফিরে হাসপাতালে গিয়েছিলেন এবং জখমদের সঙ্গে দেখা করে এসেছেন। ষড়যন্ত্রকারীদের সকলকে বিচারের আওতায় আনা হবে, আশ্বাস দিয়েছেন তিনি।

Delhi Blast Red Fort Terrorist
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy