ঘরের মেঝেতে কার্পেটে খেলছিল একটি শিশু। খেলতে খেলতেই শিশুটি হামাগুড়ি দিয়ে দরজার দিকে এগোতে থাকে। পোষ্য বিড়ালটি তখন সোফার উপর থেকেই শিশুটির উপর নজর রাখছিল।
দরজার পরেই সিঁড়ি। শিশুটি দরজার কাছাকাছি পৌঁছতেই বিড়ালটি লাফ মেরে শিশুটির ঘাড়ের উপর গিয়ে পড়ে তাকে আটকানো চেষ্টা করে। শিশুটি একটু পিছনের দিকে সরে যায়। তার পর ফের অন্য দিক দিয়ে এগোনোর চেষ্টা করে। কিন্তু তখনও বিড়ালটি সিঁড়ির কাছে কড়া পাহারায়। শিশুটি এগোনোর চেষ্টা করতেই তার দিকে এগিয়ে যাচ্ছিল বিড়ালটি। এ ভাবেই বড় বিপদের হাত থেকে শিশুটিকে রক্ষা করে বিড়ালটি।
Hero cat rushes to save toddler from falling down stairs 🦸🐱 pic.twitter.com/wven5sXmML
— H0W_THlNGS_W0RK (@wowinteresting8) August 11, 2022
বিড়ালের এই ভূমিকা দেখে নেটাগরিকদের কেউ কেউ মন্তব্য করেছেন, ‘আসল বেবিসিটার হল এই বিড়াল। শিশুটির দিক থেকে নজরই সরাচ্ছিল না সে।’