Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Sidharth Nath Singh

টর্চের আলোয় ৩২ জনের ছানি অপারেশন! সাসপেন্ড মুখ্য স্বাস্থ্য আধিকারিক

জানা গিয়েছে গত সোমবার ওই স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘ ক্ষণ বিদ্যুৎ ছিল না। তাই টর্চের আলোয় রোগীদের ছানি অপারেশন করা হয়। রোগীদের পরিবারের অভিযোগ, ঠান্ডার মধ্যে রোগীদের মেঝেতে শুতে বাধ্য করা হয়।

টর্চের আলোয় অস্ত্রোপচারের সেই ছবি।

টর্চের আলোয় অস্ত্রোপচারের সেই ছবি।

সংবাদ সংস্থা
নবাবগঞ্জ (উত্তরপ্রদেশ) শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৭ ১০:১৫
Share: Save:

লোড শেডিং! বিদ্যুতের আপত্কালীন ব্যবস্থাও নেই। তাতে কী! ওই অবস্থাতেই পর পর ৩২ জন রোগীর ছানি অপারেশন করা হল স্বাস্থ্যকেন্দ্রে। তাও আবার টর্চের আলোয়!

তাজ্জব করা এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের নবাবগঞ্জ জেলার অন্তর্গত একটি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে। জানা গিয়েছে গত সোমবার ওই স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘ ক্ষণ বিদ্যুৎ ছিল না। তাই টর্চের আলোয় রোগীদের ছানি অপারেশন করা হয়।

রোগীদের পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারের পর তাঁদের কোনও বেড দেওয়া হয়নি। ঠান্ডার মধ্যে রোগীদের মেঝেতে শুতে বাধ্য করা হয়।

আরও পড়ুন: অ্যাম্বুল্যান্সে মদের কার্টন, হাসপাতালে বেলি ডান্স!

গাড়ি বেচতে গিয়ে খোঁজ নেই যুবকের

সোশ্যাল মিডিয়ায় টর্চের আলোয় অস্ত্রোপচারের সেই ছবি প্রকাশ পেতেই শোরগোল পড়ে যায়। নড়েচড়ে বসে রাজ্য প্রশাসন। এর পরই নবাবগঞ্জ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে (সিএমও) সাসপেন্ড করে যোগী আদিত্যনাথ প্রশাসন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিংহ বলেন, “বিষয়টি যথাযথ গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। সিএমও রাজেন্দ্র প্রসাদকে সাসপেন্ড করা হয়েছে।” যে সংস্থার তত্ত্বাবধানে এই অস্ত্রোপচার হয়েছিল, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সিদ্ধার্থনাথ।

উত্তরপ্রদেশে স্বাস্থ্যক্ষেত্রের এই বেহাল দশার অবশ্য এটাই প্রথম ঘটনা নয়। কয়েক মাস আগে গোরক্ষপুর ও ফারুকাবাদে একাধিক শিশুমৃত্যুর ঘটনায় গাফিলতির অভিযোগে প্রবল নিন্দার মুখে পড়ে রাজ্য সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE