সিবিআই ডিরেক্টর পদে প্রবীণ সূদের মেয়াদ বাড়ানো হতে পারে।
নতুন সিবিআই ডিরেক্টর পদের নাম বাছাই নিয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তিন সদস্যের কমিটির বৈঠক হয়। বৈঠকে যোগ দিতে সোমবার সন্ধ্যায় সাউথ ব্লকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতরে হাজির হয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না। পহেলগামের সন্ত্রাসবাদী হামলার প্রত্যাঘাতের রাস্তা খুঁজতে প্রধানমন্ত্রীর একের পর এক বৈঠকের মধ্যেই সন্ধ্যা সাড়ে ছ’টা থেকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট এই বৈঠক হয়।
সূত্রের খবর, বৈঠকে বেশ কিছু নাম নিয়ে আলোচনা হলেও কোনও নামে ঐকমত্য হয়নি। বিকল্প হিসেবে প্রবীণ সূদের মেয়াদ বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল। তবে খুব বেশি হলেও এক বছরের জন্য সিবিআই ডিরেক্টর পদে প্রবীণ সূদের মেয়াদ বাড়ানো হতে পারে।
সরকারি সূত্রের তরফে দাবি করা হয়েছে, খুব শীঘ্রই সিবিআইয়ের নতুন ডিরেক্টর নিয়োগ নিয়ে নির্দেশিকা জারি হবে।
সিবিআই ডিরেক্টর পদে প্রবীণ সূদের মেয়াদ শেষ হচ্ছে ২৫ মে। দু’বছর আগে কর্নাটক ক্যাডারের এই আইপিএস অফিসারকে সিবিআইয়ের শীর্ষ পদে নিয়োগ করা হয়েছিল। চলতি মাসের ২৪ তারিখ তাঁর দু’বছরের মেয়াদ শেষ হচ্ছে। কর্নাটক পুলিশের ডিজি হিসবে কাজ করার আগে দিল্লির আইআইটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বি টেক ডিগ্রিধারী প্রবীণ সূদ রাজ্য পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)