Advertisement
E-Paper

রমরমিয়ে চলছিল অ্যামাজ়নের ভুয়ো অফিস! মহারাষ্ট্রে অভিযান চালিয়ে পাঁচ জনকে ধরল সিবিআই

সিবিআই সূত্রে খবর, ধৃতদের নাম বিশাল যাদব, শেহবাজ, দুর্গেশ, অভয় ওরফে রাজা এবং সমীর ওরফে কালিয়া। ধৃতেরা সকলেই মুম্বইয়ের বাসিন্দা। বেছে বেছে মূলত মার্কিন এবং কানাডিয়ান নাগরিকদের নিশানা করতেন তাঁরা। এফআইআরে আরও এক অভিযুক্তের নাম রয়েছে। তাঁর খোঁজে তল্লাশি চলছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৫ ১৭:৫৬

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

অ্যামাজ়নের ভুয়ো অফিস খুলে দিব্যি ব্যবসা চালাচ্ছিলেন একদল যুবক। রবিবার সকালে সেখানে হানা দিয়ে পাঁচ জনকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। রবিবার মহারাষ্ট্রের নাসিকে ঘটনাটি ঘটেছে। আরও এক অভিযুক্তের সন্ধানে তল্লাশি চলছে।

রবিবার সকালে নাসিকের একটি রিসর্টে আচমকা হানা দেন সিবিআইয়ের আধিকারিকেরা। ওই রিসর্টে ‘অ্যামাজ়ন টেকনিক্যাল সাপোর্ট সেন্টার’ নামে একটি অফিস চালাতেন কয়েকজন যুবক। যদিও ওই অফিসের সঙ্গে আদতে অ্যামাজ়নের কোনও যোগসূত্রই ছিল না। মূলত গ্রাহকদের প্রতারণার জন্যই ওই ফাঁদ পেতেছিলেন অভিযুক্তেরা। রবিবার সেখানে হানা দিয়ে পাঁচ জনকে গ্রেফতার করেছে সিবিআই। আর তাতেই প্রকাশ্যে এসেছে সাইবার অপরাধীদের ওই গোপন চক্রের কথা।

সিবিআই সূত্রে খবর, ধৃতদের নাম বিশাল যাদব, শেহবাজ, দুর্গেশ, অভয় ওরফে রাজা এবং সমীর ওরফে কালিয়া। ধৃতেরা সকলেই মুম্বইয়ের বাসিন্দা। বেছে বেছে মূলত মার্কিন এবং কানাডিয়ান নাগরিকদের নিশানা করতেন তাঁরা। এফআইআরে আরও এক অভিযুক্তের নাম রয়েছে। তাঁর খোঁজে তল্লাশি চলছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নাসিকের ইগতপুরী এলাকার ‘রেন ফরেস্ট রিসর্ট’ নামে এক স্থানে অফিস খুলে প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল। অবৈধ ওই কল সেন্টার থেকে গ্রাহকদের উড়ো ফোন করা হত। শুধু তা-ই নয়, অফিসটিতে ৬০-৭০ জন কাজও করতেন! গিফ্‌ট কার্ড এবং ক্রিপ্টোকারেন্সির নামে গ্রাহকদের প্রতারণা করে তাঁদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হত বলে অভিযোগ। ওই অফিসে অভিযান চালিয়ে ৪৪টি ল্যাপটপ এবং ৭১টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে সিবিআই। তল্লাশিতে নগদ ১ কোটি ২০ লক্ষ টাকা, ৫০০ গ্রাম সোনা এবং এক কোটি টাকা মূল্যের সাতটি বিলাসবহুল গাড়িও পাওয়া গিয়েছে।

Maharashtra Amazon office Nashik Cyber fraud CBI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy