Advertisement
০২ মে ২০২৪

সিবিআই ভগবান নয়, বলল সুপ্রিম কোর্ট

হরিয়ানার শ্যামবীর সিংহের ভাই নিখোঁজ হন ২০১২ সালে। তদন্তে নামে রাজ্যের পলওয়ল এলাকার পুলিশ।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৯ ০১:১০
Share: Save:

নিখোঁজের খোঁজ দিতে পারেনি পুলিশ। পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট তদন্তভার দিয়েছিল সিবিআইকে। সেই নির্দেশ খারিজ করে ফের পুলিশকেই তদন্ত করতে বলল সুপ্রিম কোর্ট। রায় দিতে গিয়ে বিচারপতি এন ভি রামান্না বলেছেন, ‘‘সিবিআই ভগবান নয়। তাদের পক্ষে সব জানা, সব তদন্তে সফল হওয়া সম্ভব নয়।’’ এই বেঞ্চে বিচারপতি রামান্নার সঙ্গে রয়েছেন বিচারপতি সঞ্জীব খন্না।

হরিয়ানার শ্যামবীর সিংহের ভাই নিখোঁজ হন ২০১২ সালে। তদন্তে নামে রাজ্যের পলওয়ল এলাকার পুলিশ। কিন্তু পরে পুলিশই ওই ব্যক্তির সন্ধান মেলেনি বলে জানিয়ে তদন্ত বন্ধ করতে চায়। শ্যামবীর হাইকোর্টে যান। ২০১৭ সালে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টে যায় সিবিআই। পুলিশ কেন তদন্তে অপারগ এবং সীমিত লোকবল নিয়ে সিবিআইকেই কেন তা করতে হবে— এই ছিল তাদের প্রশ্ন। যুক্তি মেনে বিচারপতিরা বলেছেন, ‘‘সব তদন্তই সিবিআইয়ের হাতে যেতে পারে না। তা হলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে।’’

শ্যামবীরকে আদালত বলেছে, ‘‘পুলিশ ক্লোজ়ার রিপোর্ট দিলে ওই রিপোর্টের বিরুদ্ধে আবেদন করতে হবে। সব কিছুকেই হাইকোর্টে গিয়ে সংবিধানের ২২৬ ধারার আওতায় (যার মধ্যে সশরীরে হাজির করানোর নির্দেশও পড়ে) চ্যালেঞ্জ করা যায় না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Supreme Court Of India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE