Advertisement
৩০ এপ্রিল ২০২৪
CBI Raid

প্রাক্তন অর্থসচিবের বাড়িতে সিবিআই অভিযান, টাকা ছাপানো নিয়ে দুর্নীতির অভিযোগ

অরবিন্দ কেন্দ্রীয় অর্থসচিব থাকাকালীন নোট ছাপানোর বরাত দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ। সেই অভিযোগেরই তদন্তে অরবিন্দের দু’টি ঠিকানাতে তল্লাশিতে সিবিআই।

প্রাক্তন অর্থসচিবের দু’টি ঠিকানায় সিবিআইয়ের অভিযান।

প্রাক্তন অর্থসচিবের দু’টি ঠিকানায় সিবিআইয়ের অভিযান। — ফাইল ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৩ ১৯:২১
Share: Save:

প্রাক্তন অর্থসচিবের বাড়িতে সিবিআইয়ের অভিযান। দুর্নীতি মামলায় বৃহস্পতিবার প্রাক্তন অর্থসচিব অরবিন্দ মায়ারামের দিল্লি ও জয়পুরের বাড়িতে তল্লাশি অভিযান চলে।

কেন্দ্রীয় অর্থসচিব থাকাকালীন সময় টাঁকশালে টাকা ছাপানোয় দুর্নীতির অভিযোগ ওঠে। তার তদন্তে নামে সিবিআই। সেই মামলাতেই বৃহস্পতিবার অরবিন্দের দিল্লি ও জয়পুরের বাড়িতে তল্লাশি চালাল সিবিআই।

সিবিআইয়ের এক আধিকারিক বলেন, ‘‘নোট ছাপানোর ক্ষেত্রে তৎকালীন অর্থসচিব অরবিন্দের বিরুদ্ধে বরাত পাইয়ে দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ছিল। আমরা সেই অভিযোগের তদন্ত করছি।’’ ২০১৭-এর ১৪ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রকের এক আধিকারিকের মাধ্যমে অভিযোগ দায়ের হয়। তবে শুধু অরবিন্দই নন, সিবিআইয়ের তালিকায় রয়েছে অর্থ মন্ত্রক এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কয়েক জন আধিকারিকের নামও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CBI Raid Finance Secretary
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE