কোনও রাজনীতি নয়। কারণ রয়েছে বলেই সিবিআই তল্লাশি হয়েছে।
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের বাড়িতে সিবিআই-হানার পক্ষে আজ, এ ভাবেই সওয়াল করলেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভির।
তাঁর কথায়, ‘তথ্য-প্রমাণ মিলেছে বলেই কাল, বীরভদ্র সিংহের বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই। হিমাচলের মুখ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই তল্লাশি নিয়ে কংগ্রেস যে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার অভিযোগ তুলছে তার কোনও সারবত্তা নেই।’
কেন্দ্রীয় মন্ত্রীর মতে, কংগ্রেস আর দুর্নীতি- একই মুদ্রার দু’টি দিক। কংগ্রেস যে আর্থিক দুর্নীতির পাঁকে কতটা জড়িত, তা বীরভদ্রের ঘটনাতেই প্রমাণিত। যথাযথ তথ্য-প্রমাণ হাতে পাওয়ার পরেই মুখ্যমন্ত্রী নিবাসে তল্লাশি অভিযান চালান কেন্দ্রীয় গোয়েন্দারা।
খনি-বণ্টনে ৪৫ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে গত শুক্রবারই বিজেপি-শাসিত রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল কংগ্রেস। রাত পোহাতে না-পোহাতেই কংগ্রেস- শাসিত হিমাচলের মুখ্যমন্ত্রীর বাড়িতে শনিবার তল্লাশি চালায় সিবিআই! আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে বীরভদ্র সিংহের শিমলা ও দিল্লির বাড়ি-সহ ১১টি ঠিকানায় তল্লাশি চালানো হয়। তা-ও আবার বীরভদ্রের মেয়ের বিয়ে চলার সময়েই!