কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গেল মেরি কম ও কারুং অনলেরের মধ্যে। অভিযোগ, ছ’বারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার মেরি ১০ বছর ধরে একাধিক পরকীয়ায় যুক্ত। মেরির সঙ্গে দু’বছর আগে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে অনলেরের। এত দিন পর অভিযোগের পর্ব শুরু হল।
ক’দিন আগেই মেরি অভিযোগ করেছিলেন, তাঁর সব সম্পত্তি হাতিয়ে নিয়েছেন অনলের। তাঁর নাকি বাজারে প্রচুর দেনা। সেগুলো মেটাতেই এসব করেছেন অনলের, বলেছিলেন মেরি। এ বার অনলেরের পাল্টা অভিযোগ, বিয়ে ভাঙার ১০ বছর আগে থেকেই একাধিক পরকীয়ায় জড়িয়েছিলেন মেরি। তাঁর কাছে প্রমাণও রয়েছে বলে দাবি অনলেরের।
অনলের বলেছেন, “২০১৩ সাল থেকে এক জুনিয়র বক্সারের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিল মেরি। সেই নিয়ে আমার সঙ্গে তুমুল ঝগড়া হয়।’’ এখানেই শেষ নয়, মেরির দ্বিতীয় পরকীয়ার কথা জানিয়ে অনলের বলেছেন, ‘‘২০১৭ থেকে নিজের বক্সিং অ্যাকাডেমিতে নিযুক্ত এক কর্মীর সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিল। ওদের হোয়াট্সঅ্যাপ চ্যাটের প্রমাণ রয়েছে আমার কাছে। কিন্তু আমি চুপ করে থেকেছি।”
মেরি কিছু দিন আগে প্রথম মুখ খোলেন। বলেন, অনলেরকে স্বামী হিসাবে যেরকম ভেবেছিলেন, আসলে তিনি সেরকম নন। মেরির অভিযোগ, “সংসারের আর্থিক দিকে প্রথমে মাথা ঘামাতাম না। তখন পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু যখন মাথা ঘামাতে শুরু করলাম, তখন বুঝতে পারি, ভিতরে ভিতরে কী চলছে। ওর প্রচুর দেনা। আমার সম্পত্তি বন্ধক রেখে ধার করত। সেই দেনা শোধ করতে পারেনি। তাই আমার সব সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গিয়েছে।”
এর পরেই অনলের পরকীয়ার অভিযোগ এনেছেন মেরির বিরুদ্ধে। বলেছেন, সন্তানদের মুখ চেয়ে আইনি লড়াইয়ে যেতে চান না। কিন্তু সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ মানবেন না।
বিয়ের ১৮ বছর পর ২০২৩-এর ডিসেম্বরে বিচ্ছেদ হয় মেরি এবং অনলেরের।