দীর্ঘ তিন ঘণ্টা জেরার পর দুপুর পৌনে ৩টে ১৫ মিনিট নাগাদ সিবিআই আদালতে পৌঁছন চিদম্বরম। সেখানে আগে থেকেই পৌঁছে গিয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী নলিনী এবং পুত্র কার্তি চিদম্বরম। সূত্রের খবর, বিচারকের কাছে তদন্তের জন্য চিদম্বরমের ৫ দিনের জন্য হেফাজত চাইল সিবিআই।
রাতভর সিবিআই দফতরে কাটানোর পর বৃহস্পতিবার সকাল থেকে প্রাক্তন অর্থমন্ত্রীকে জেরা শুরু করে সিবিআই। বেলা ১২টা পর্যন্ত সেই জেরা চলে। বুধবার রাতে গ্রেফতারের পর রাত ১০টা নাগাদ তাঁকে সিবিআইয়ের সদর দফতরে আনা হয়। রাতেই তাঁর যাবতীয় শারীরিক পরীক্ষাও করা হয়েছে। রাত থেকে সিবিআই গেস্ট হাউজের ৩ নম্বর ঘরে রয়েছেন তিনি। সূত্রের খবর, ২০১১ সালে স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন চিদম্বরমই নিজে হাতে এই ৩ নম্বর ঘরেরর উদ্বোধন করেছিলেন। সে সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে সিবিআই দফতর এবং তার লক আপের যাবতীয় সুযোগসুবিধা ঘুরে দেখেছিলেন।
সিবিআই সূত্রের খবর, রাতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। আজ, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। আইএনএক্স মিডিয়ার প্রাক্তন কর্ণধার ইন্দ্রানী মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠকের যাবতীয় তথ্য তাঁর কাছে জানতে চায় সিবিআই। তারপর বেলা পৌনে ৩টে নাগাদ তাঁকে নিয়ে আদালতের উদ্দেশে রওনা দেয় সিবিআই।