শিক্ষা থেকে সংসদ, চাকরির পরীক্ষা থেকে বিমান-হেলিকপ্টারের টিকিট, বিভিন্ন ক্ষেত্রে এ বার হিন্দি ভাষার প্রসার ঘটাতে উদ্যোগী হলো কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় এবং সিবিএসই-র সব বিদ্যালয়ে দশম শ্রেণি পর্যন্ত হিন্দি পড়ানো বাধ্যতামূলক করার প্রস্তাবে রাষ্ট্রপতি সায় দিয়েছেন। তবে এই সায় ‘নীতিগত’ হওয়ায় কেন্দ্র একা তা কার্যকর করতে পারবে না। রাজ্যগুলির সঙ্গে কথা বলেই এ বিষয়ে নীতি নির্ধারণ করতে হবে কেন্দ্রকে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও দূর হবে হিন্দি ব্যবহারের বাধা। অ-হিন্দিভাষী রাজ্যে অনেক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া চাইলেও হিন্দিতে পরীক্ষা দিতে পারেন না। এ বার হিন্দিতেও পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রাখতে হবে সেখানে। সিভিল সার্ভিসেসের পরীক্ষায় প্রশিক্ষণের ‘মেটেরিয়াল’-ও আর শুধু ইংরেজি নয়, জোগানো হবে হিন্দিতেও।
গোটা দেশে সরকারি ভাষার ব্যবহার নিয়ে সংসদীয় কমিটির নবম রিপোর্ট জমা পড়েছিল ২০১১ সালে। সম্প্রতি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তার বেশির ভাগ সুপারিশ অনুমোদন করেছেন। তারই ভিত্তিতে হিন্দি ভাষার প্রসারে এই সব পদক্ষেপের সুযোগ তৈরি হয়েছে সরকারের সামনে। এবং সেই অনুযায়ী সরকারি নির্দেশও জারি করা হয়েছে ইতিমধ্যেই।
আরও পড়ুন: সোনুর আজান-টুইট নিয়ে বিতর্ক জারি
কমিটির সুপারিশগুলি কার্যকর করতে সরকার তৎপর হলে আগামী দিনে সংসদে রাষ্ট্রপতি ও মন্ত্রীরা অনেকেই হিন্দিতে বলতে শুরু করতে পারেন। কারণ, কমিটির প্রস্তাব হলো, যাঁরা হিন্দি পড়তে বা বলতে পারেন, তাঁদের হিন্দিতেই বলতে অনুরোধ করা হোক। হিন্দিকে অবহেলা করে বেশির ভাগ বিমান সংস্থাও। যাত্রীদের জন্য মূলত ইংরেজি পত্রপত্রিকাই থাকে। এ বারে পত্রপত্রিকার অর্ধেকই হবে হিন্দি। বিমান মন্ত্রককে কমিটির সুপারিশগুলি কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে। এয়ারইন্ডিয়া ও পবনহংসের টিকিটেও বাড়বে হিন্দির ব্যবহার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy