সংকীর্ণ রাস্তায় যানজট, সেই থেকে বচসা। ক্রমে বচসা গড়াল হাতাহাতিতে। প্রকাশ্য রাস্তায় কলার ধরে ফুলবিক্রেতাকে মারধর করতে শুরু করে দিলেন বিধায়কের ভাগ্নে! শনিবার বিকেলে উত্তরপ্রদেশের মেরঠে ঘটনাটি ঘটেছে।
অভিযুক্ত যুবক উত্তরপ্রদেশের মন্ত্রী তথা দক্ষিণ মেরঠের বিজেপি বিধায়ক সোমেন্দ্র তোমরের ভাগ্নে। শনিবার বিকেলে নিজের স্করপিও গাড়ি নিয়ে বেরিয়েছিলেন নেতার ওই আত্মীয়। কিন্তু রাস্তাটি অপেক্ষাকৃত সংকীর্ণ হওয়ায় যানজটের সৃষ্টি হয়। ওই যুবকের গাড়ির সামনে এসে পড়েন এক রিকশাচালক। অভিযোগ, তখনই অসহিষ্ণু হয়ে ওই রিকশাচালককে গালিগালাজ করতে শুরু করে দেন মন্ত্রীর ভাগ্নে। কিছু ক্ষণের মধ্যেই চারপাশে অনেক মানুষ জড়ো হয়ে যান। তাঁদের অনেকেই ওই রিকশাচালকের পক্ষ নিতে শুরু করেন। সামনেই ছিলেন ফুলবিক্রেতা এক দম্পতি। তাঁরাও এগিয়ে আসেন। তখনই দু’পক্ষে শুরু হয়ে যায় হাতাহাতি।
আরও পড়ুন:
শনিবার বিকেলের ওই ঘটনাটি এলাকার এক দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমেও (যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। ভিডিয়োয় দেখা যাচ্ছে, দু’পক্ষের উত্তপ্ত বাগ্বিতণ্ডা চলছিল। তার কিছু ক্ষণের মধ্যেই একে অপরের দিকে তেড়ে গেলেন ওই যুবক এবং ফুলবিক্রেতা। তত ক্ষণে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জড়ো হয়ে গিয়েছেন। কিছু ক্ষণ হাতাহাতি চলার পর ফুলবিক্রেতার স্ত্রী ভিতর থেকে একটি লাঠি নিয়ে এসে যুবককে আঘাত করেন। তখন বাকিরাও ফুলবিক্রেতার সমর্থনে এগিয়ে আসেন এবং যুবকটিকে থামান।
এ বিষয়ে ব্রহ্মপুরী থানার ইনস্পেক্টর বলেন যে, উভয় পক্ষই মিটমাট করে নিয়েছে। এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযুক্ত ব্যক্তি আসলেই মন্ত্রীর সঙ্গে সম্পর্কিত কি না, তা নিশ্চিত করার চেষ্টা করছে পুলিশ।