Advertisement
E-Paper

না জানিয়ে সমাজমাধ্যম থেকে মোছা হচ্ছে পোস্ট, বন্ধ অ্যাকাউন্ট! কেন্দ্রকে নোটিস দিল সুপ্রিম কোর্ট

সমাজমাধ্যম থেকে যখন-তখন পোস্ট মুছে দেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল সফ্‌টঅয়্যার ফ্রিডম ল সেন্টার। এমন পদক্ষেপের আগে ব্যবহারকারীকে জানানো উচিত বলে মনে করছে আদালত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ১৪:০০
Center got Supreme Court’s notice in case related to removing social media post without informing

সমাজমাধ্যমের পোস্ট মুছে দেওয়া বা অ্যাকাউন্ট বন্ধ করার বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

ব্যবহারকারীকে না জানিয়েই সমাজমাধ্যম থেকে তাঁর পোস্ট মুছে দেওয়া হচ্ছে। বন্ধ করে দেওয়া হচ্ছে অনেকের অ্যাকাউন্ট। এ বিষয়ে নোটিস দিয়ে কেন্দ্রীয় সরকারের বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট। অভিযোগ, কেন্দ্রের নির্দেশেই এক্স কিংবা ফেসবুকের মতো জনপ্রিয় সমাজমাধ্যম সংস্থাগুলি বিভিন্ন পোস্ট মুছে দেয়। কোনও পোস্ট বা ব্যবহারকারীর বিরুদ্ধে পদক্ষেপের আগে তাঁকে জানানোর প্রয়োজন মনে করে না। আদালত জানিয়েছে, পরবর্তী শুনানির আগে এ বিষয়ে কেন্দ্রকে তাদের অবস্থান জানাতে হবে।

সমাজমাধ্যম থেকে যখন তখন পোস্ট মোছা বা অ্যাকাউন্ট বন্ধ করার বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল সফ্‌টওয়্যার ফ্রিডম ল সেন্টার। বিচারপতি বিআর গভই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ্-এর বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। আদালত জানিয়েছে, সমাজমাধ্যমের কোনও পোস্টে কেন্দ্রের আপত্তি থাকলে যদি সেই পোস্টদাতাকে শনাক্ত করা যায়, তবে তার কাছে নোটিস দিয়ে বিষয়টি জানানো দরকার। তার পর ওই পোস্ট বা তাঁর অ্যাকাউন্টের বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত। প্রাথমিক ভাবে দুই বিচারপতিই এ বিষয়ে একমত হয়েছেন।

মামলাকারীর হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন ইন্দিরা জয়সিংহ। তিনি জানান, এ ভাবে কাউকে না জানিয়ে তাঁর পোস্ট মুছে দেওয়া আসলে সাধারণ বিচারপ্রক্রিয়ার নিয়মভঙ্গ। এ বিষয়ে আইন কী বলছে, তা-ও তুলে ধরেছেন ইন্দিরা। তিনি জানান, আইন অনুযায়ী, কোনও পোস্ট বা ব্যবহারকারীর বিরুদ্ধে পদক্ষেপ করতে হলে আগে তাঁকে বা ওই সমাজমাধ্যম সংস্থাকে নোটিস দিতে হবে। ইন্দিরার বক্তব্য, এই ‘বা’ শব্দের সুযোগ নেয় কেন্দ্র। কোনও ক্ষেত্রেই ব্যবহারকারীকে নোটিস দেওয়া হয় না। তারা কেবল নোটিস দেয় সংশ্লিষ্ট সংস্থাকে। সেই সংস্থা কেন্দ্রের নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট পোস্ট মুছে দেয়। বিতর্কিত পোস্ট মুছে ফেলা নিয়ে কোনও আপত্তি জানাননি ইন্দিরা।

এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের এক সিনিয়র আইনজীবীর উদাহরণও দিয়েছেন ইন্দিরা। তিনি জানান, ওই আইনজীবীর সমাজমাধ্যম অ্যাকাউন্ট কয়েক বছর আগে আচমকা বন্ধ করে দেওয়া হয়েছে। তাঁকে কোনও কারণ জানানো হয়নি। তাঁর পোস্টের বিরুদ্ধে যে অভিযোগ, সেই প্রসঙ্গে তাঁর বক্তব্যও জানতে চাওয়া হয়নি। এই সংক্রান্ত তথ্য প্রকাশ্যেই আনা হয়নি। আদালত জানায়, এই ধরনের পোস্টের ক্ষেত্রে ব্যবহারকারীকে শনাক্ত করা গেলে আগে তাঁকে নোটিস দিতে হবে। তাঁকে পাওয়া না-গেলে সংশ্লিষ্ট সমাজমাধ্যম সংস্থাটিকে নোটিস দেওয়া যাবে।

Supreme Court Social Media Comments Narendra Modi Government
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy