সরকারের তরফে সময়ে ধান সংগ্রহ-সহ নানা দাবিতে পঞ্জাবে কৃষকদের বিক্ষোভ দ্বিতীয় দিনে পড়েছে। আজ কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ জোশী দাবি করলেন, ধান সংগ্রহ ঠিক ভাবেই করা হবে। ধান মজুত করে রাখার জন্য উপযুক্ত গুদামের ব্যবস্থাও করা হয়েছে।
জোশীর বক্তব্য, ‘‘প্রতিশ্রুতি মেনে ধান সংগ্রহ করা হবে। মোদী সরকার প্রত্যেকটি দানা সংগ্রহ করবে। মজুত রাখার উপযুক্ত স্থানও আছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ধান মজুত করার আরও স্থানের ব্যবস্থা করা হচ্ছে।’’
সরকারি ভাবে ১ অক্টোবর থেকে পঞ্জাবের ২,৭০০ মন্ডী ধান সংগ্রহ শুরু হয়। কিন্তু সেপ্টেম্বরের ভারী বৃষ্টি ও ফসলে আর্দ্রতার পরিমাণ বাড়ায় কৃষিকাজ ও শস্য সংগ্রহের গতি কমে।
দেরিতে শুরু হলেও নভেম্বরের মধ্যে ১৮৫ লক্ষ মেট্রিক টন শস্য সংগ্রহ করতে উদ্যোগী হয়েছে সরকার। ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার মতে, মন্ডীতে ইতিমধ্যেই ২৬ অক্টোবরের মধ্যে ৫৪.৫ লক্ষ মেট্রিক টন ধান পৌঁছেছে। ধান ভাঙানোর জন্য ৩,৮৫৪ ব্যবসায়ী নথিবদ্ধ হয়েছেন। তার মধ্যে পঞ্জাব সরকার ৩,২৮৩ জনকে বরাত দিয়েছে।
জোশীর কথায়, ‘‘মজুত করার উপযুক্ত ব্যবস্থা করার জন্য রাজ্য সরকারের সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)